পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 88 জৈবধৰ্ম্ম [ চতুর্থ প্রয়োজন জ্ঞানেব আৰষ্ঠকতী—সম্বন্ধ ব্যাখ্য—সাকাব-নিবাকার বিচাব—ভগবানে দুই স্বরূপই আছে—ব্রহ্মে কেবল একট—নিতারূপস্থাপন—নিতাকপাদি ধান-প্রক্রিয়া—নামরসে নিত্যরূপ দি হয—জীবতত্ত্ব—তটস্থশক্তি জীবগণেব প্রকার ভেদ—মীয়াশক্তি—মীয়া, জীব ও কুষ্ণেব পবল্পর সম্বন্ধ—দীক্ষা ও শিক্ষ{—অভিধেয়তত্ত্ব—অভিধেয়—সাধনভক্তির BBDSDDBB BBBBSBBBBSBBBBB BB BBBB BBBSSSBBBB BBS শzযব পবিবৰ্ত্তন— প্রয়োজন জিজ্ঞfসা—শ্ৰীগুৰুমাহাত্ম্য । লাহিড়ী মহাশযের কুটীব ও শ্রীবৈষ্ণবদাসেব কুটাব পৰম্পব পাশ্ববৰ্ত্তী । নিকটে কয়েকটি আম্র ও কাঠাল বৃক্ষ। চতুর্দিকে ছোট ছোট পূগরক্ষে সুশোভিত । অঙ্গনে একটি প্রশস্ত চক্রাকার চবুতরা । যেকালে শ্ৰী প্রত্যুম্ন ব্রহ্মচারী ঐ কুঞ্জে বাস করিতেন, সেই সময হইতে ঐ চবুতাটি আছে । অনেক দিন হইতে বৈষ্ণবগণ ঐ চবুতরাকে ‘সুরভি চবুতরা’ বলিয়া প্রদক্ষিণ করিয়া দণ্ডবং প্রণাম করিয়া থাকেন । সন্ধ্যার পর শ্রীবৈষ্ণবদাস নিজ কুটীরে একটী পত্রাসনের উপর উপবিষ্ট হইয়া হরিনাম করিতেছেন ৷ কৃষ্ণপক্ষ ; বাত্রি ক্রমশঃ অধিক অন্ধকার হইয়া উঠিল । লাহিড়ী মহাশয়ের কুটীরে একটি প্রদীপ মিট্‌ মিটু করিয়া জলিতেছে । তাঙ্গার দ্বারের নিকটে একটী সৰ্পেব আরুতি দেখা গেল । লাঠিডী মহাশয তৎক্ষণাৎ একট লগুড় লষ্টয ঐ সপটি মারিবার উদ্যোগে আলোটি প্রদীপ্ত করিলেন । আলোক লইয়া বাহিরে আসিতে আসিতে সর্পটি আদর্শন হইল। লাহিড়ী মহাশয ত্রবৈষ্ণবদাসকে বলিলেন,— আপনি একটু সাবধান থাকিবেন, একটি সর্প আপনার কুটীরে প্রবেশ করিয়াছে । বৈষ্ণবদাস বলিলেন,—লাহিড়ী মহাশয়, আপনি কেন সপের জন্ত ব্যস্ত শুইতেছেন ? আসুন, আমার কুটীরে নির্ভযে বসন । লাহিড়ী মহাশয় তাহার কুটীরে প্রবেশপূৰ্ব্বক একট পত্রাসনে বুসিলেন বটে, কিন্তু র্তাহার মন সপবিষয়ে বিশেষ চঞ্চল ছিল । তিনি বলিলেন,—মহাশয়, আমাদের শান্তিপুর এ বিষয়ে ভাল । সঙ্গর স্থান—সাপ টাপের ভয় নাই।