পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢२ জৈবধৰ্ম্ম চতুর্থ ] গ্রন্থের সারগ্রহণ করিতে সমর্থ, তাহারা কৃষ্ণলীলাদি যেরূপ অনুভব করেন, জড়বুদ্ধি লোকেরা ঐ সকল বর্ণন শুনিয়া অন্তপ্রকার অনুভব করিয়া থাকেন। লা। কৃষ্ণমূৰ্ত্তি ধ্যান করিতে গেলে একটী দেশকাল-পরিচ্ছিন্ন ভাব হৃদয়ে উদিত হয়। তাহাকে অতিক্রম করিয়া আর কি প্রকার শ্ৰমূৰ্ত্তির ধ্যান হইতে পারে ? বা। ধ্যান মনের কৰ্ম্ম । মন যতক্ষণ শুদ্ধ চিন্ময় না হয়, ততক্ষণ । ধ্যান কখনও চিন্ময় হইতে পারে না । ভক্তিভাবিত মন ক্রমশ: চিন্ময় হইয়া পড়ে ; সেই মনে যে ধ্যান হয়, তাহ অবহু চিন্ময়। ভজনানন্দী বৈষ্ণবগণ যখন কৃষ্ণনাম করেন, তখন জড়জগৎ আর র্তাহাদিগকে স্পর্শ করে না। র্তাহারা চিন্ময় এ চিন্ময় জগতে বসিয়া শ্রীকৃষ্ণের দৈনন্দিন লীল ধ্যান করেন এবং অস্তরঙ্গসেবামুখভোগ করিতে থাকেন । লা। আপনি কৃপা করিয়া ঐ চিদম্ভব আমাকে প্রদান করুন। ব। আপনি সমস্ত জড়ীয় সন্দেহ ও বিতর্ক পরিত্যাগ করিয়া যখন অহরহ নাম আলোচনা করিবেন, তখন অতি অল্পদিনের মধ্যেই চিদমুভব উদিত হইবে। যত বিতর্ক করিবেন, ততই জড়বন্ধনে মনকে আবদ্ধ করিবেন। যতই নামরস উদয় করাইবেন, ততই জড়বন্ধন শিথিল হষ্টবে ও চিজগৎ হৃদয়ে প্রকাশ পাইবে । ল। আমি ইচ্ছা করি, আপনি কৃপা করিয়া আমাকে তাহ কি, তাহা বলিয়া দেন। ব। মন বাক্যের সহিত সে তত্ত্বকে না পাইয়া প্রতিনিবৃত্ত হয় । কেবল চিদানন্দের অনুশীলনেই তাহা পাওয়া যায়। আপনি বিতর্ক ছাড়িয়া কিছুদিন নাম করুন, তাহা হইলে আপন আপনি সমস্ত সন্দেহ দূর হইবে এবং আপনি আর কাহাকেও কোনও বিষয়ে প্রশ্ন করিবেন না। লা। আমি জানিলাম যে, শ্ৰীকৃষ্ণে শ্রদ্ধা করিয়া তাহার নামরস