পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fড়তীেয় অধ্যায় আদ্যাধ্যায়েহত্র কৃষ্ণস্য পয়মপ্রেষ্ঠনির্ণয়ে । মর্ত্যোৎকৰ্ষাপকর্ষেী চ নীচোচ্চাপেক্ষয়োদিতেী ॥ • আহাধ্যায়ে দ্বিতীয়ে তু তখৈবেন্দ্র-স্বয়স্তুবো । উৎকর্ষমপকর্ষঞ্চ নিকৃষ্টোৎকৃষ্টীক্ষয় ॥ • । জয়জয় শ্ৰীকৃষ্ণচৈতন্ত নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ পরীক্ষিত কহেন—তখন মুনিবর। প্রশংসিয়া সেই মহারাজে বহুতর ॥ গমন করিয়া স্বর্গে দেখে সভামাঝে । দেবগণে পরিবৃত শ্ৰীবিষ্ণু বিরাজে । গরুড়ের পুষ্ঠেতে আছেন মুখে বসি । স্তব করে বৃহস্পতি—প্রভৃতি মহর্ষি ॥ বিচিত্র সে কল্পতরু—পুপমালা আর । বিলেপন বসন নানান অলঙ্কার ॥ পাঙ্ক-অৰ্ঘ্য-আদি চতুঃষষ্টি উপচারে । পূজা করে অমৃতাদি দিব্য উপহারে । অদিতি কোমল-হস্ততল-স্পশাদিতে । লালন করেন অতি আনন্দিত-চিতে ॥ ঐবামনদেৰ প্রিয় মুবাক্য কহেন। দেবগণে মহাঋষিগণে হর্ষ দেন ॥ সিদ্ধ বিদ্যাধর আর গন্ধৰ্ব্ব অপাের । যোড়-করে করে পরে স্তব বহুতর ॥ জয়শব্দ বাদ্যগীত নৃত্য বিস্তারিয়া। দিতেছেন পরিতোষ সকলে মিলিয়া । তুলিয়া দক্ষিণ হস্ত—উচ্চস্বর করি। আপনি বামনদেব কহেন বিবরি— } ভয় না করিহ দৈত্য হৈতে কদাচন । তাহাদিগে মারি তোমা করব রক্ষণ ॥ কীৰ্বি-নাম নিজ রমণীর সমাপত । তাম্বুল চৰ্ব্বণ করিছেন কৌতুকিত । যদ্যপিছ নারদের মুখ্য প্রয়োজন । পূৰ্ব্ব-উক্তি-রীতে ইন্দ্র-সহ সম্ভাষণ ॥ বিষ্ণুর দর্শন নহে ইবে প্রয়োজন । তথাপিহ যতেক আছয়ে দেবগণ ॥ সকলের প্রধান আপনি ভগবান। এ মাহাত্ম্য ক্ষিতিতলে সৰ্ব্বত্র ব্যাখ্যাল ॥ এইহেতু দৃষ্টি নিজ স্বতাব করেন। প্রথমত প্রধানেতে হয় সে পতন ॥ ইহাতেই ইন্দ্রে তার দয়ার বিশেষ। বোধ করাইল,—এই জানিবা উদ্দেশ । অগ্ৰে ব্ৰহ্মলোকেতেহ হবে এইমত । তথাও সিদ্ধান্ত ইহা বুঝ প্রকাশিত ॥ দেখিলেন ইন্দ্রকেহ বিষ্ণুর মহিমা । ভক্তবাৎসল্যাদি গুণ যতেক অসীমা ॥ আপ্লন-বিষধে যত উপকারগণ । করিছেন মুহুমুহু আপনি কীৰ্ত্তন ॥ ত্রিলোকের রাজত্ব ঐশ্বৰ্য্য ধন-জন । বলি হৈতে ছলে লই করিলা অৰ্পণ ॥ এতাদিক নিজ প্রতি যত উপকার । মহাহৰ্ষভরে করে বর্ণন বিস্তার ॥ সহস্ৰ নয়ন হৈতে বহে অশ্রদ্ধার । শোভিত সহিত ছত্র মালা অলঙ্কার ॥ শ্রীবামনদেব পাশ্বে আপন আসনে । বসিয়া আছেন সহ সম্পদ-বাহনে ॥ ততঃপর নিজাবাসে গেলা শ্ৰীবামন । ইন্দ্র কথদুর করি পশ্চাৎ গমন ॥ ফিরিয়া সভার মধ্যে করিলা গমন । তখন নারদ তার কৈলা প্রশংসন ॥ বিষ্ণুর সম্মুখেতে অষ্ঠের প্রশংসন । যোগ্য নহে—এহেতু না কহিলা তখন ॥ হবে জয়-আশীৰ্ব্বাদ-দ্বারেতে তাহার । প্রশংসা করিয়া কহিছেন সমাচার— ॥ ঐকৃষ্ণের অমুকম্পা সতত তোমাতে । যেহেতুক ব্যক্তরূপে দেখিয়ে সাক্ষাতে। চজ, স্বৰ্য্য, যম, বস্ব, আর যে পবন । তব আজ্ঞাকারী সৰ্ব্ব লোকপালগণ ॥ আর কি বলিব—আমা আদি মুনিগণ । ৰশীভুত নিরন্তর দেখ বিলক্ষণ ॥