পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭૭ হরিভক্তি বিনে লোকে নালওয়ায় আন । সৰ্ব্বলোকে করাইল কৃষ্ণগুণ গান ॥ ব্রাহ্মণ-চরণ-পূজা বৈষ্ণব-লেবল । শরীর পর্য্যস্ত কৈল দ্বিজে সমপণ ॥ এইরূপে পৃথিৰী পালেন পৃথীপাল । একদিন আল্যা চারি ব্রহ্মার কুমার ॥ সনক সনদ আর সনৎকুমার। সনাতন নামে চারি মুনি অবতার ॥ তা-সভা দেখিয়া চারি মহাযোগেশ্বর । সভাসদে পৃথ রাজা উঠিলা সম্বর ॥ ভূমিতে পড়িয়া কৈল দণ্ডপরণামে । বসাইল আসনে পুজি আতিথ্য বিধানে ॥ কর যেtfড় বলে রাজ; বিনয় বচন । শুন চারি যোগেশ্বর ব্ৰহ্মার নন্দন ॥ তোমার চরণে মোর এই নিবেদন । শরার পর্য্যস্ত মোর দ্বিজে সমপণ ॥ কি দিয়া পূজিমু মুঞি চরণ তোমার। দ্বিজশেষ বিনে কিছু নাহি বলিবার। সভে প্ৰণিপাত আছে পূজিতে সম্ভার। জানিএ ক্ষমিছ দোষ ব্ৰহ্মার কুমার ॥ রাজার বচন শুনি চারি যোগেশ্বর । তুষ্ট হয়। প্রশংসিল রাজারে বিস্তর। তৰু উপদেশ কৈল সনৎকুমার । অন্তরীক্ষে চলে চারি মুনি অবতার ॥ जैवॆमड़ांशदड তত্ত্ব উপদেশ পায়্যা পৃথ, নরপতি। ভজিল মুকুন্দপদ একান্ত ভকতি ॥ হরিভক্তি বিনে চিত্তে না চিস্তিল আন । সপ্তদ্বীপ অধিকারে নৈল অবধান। (১) তবু তার কোথাহ নছিল দণ্ডভঙ্গ । সুত দীর শরীরে লা হৈল তার সঙ্গ ॥ এইরূপে রাজ্যভোগ কৈল কথোকাল। বৃদ্ধভাব শরীরে দেখিল আপনার ॥ পুত্রে রাজ্য জিয়া রাজা গেলা তপোবনে । যোগবলে তেজে রাজা শরীর-বন্ধনে ॥ অচ্চি মহাদেবী প্রবেশিল হুতাশনে । পতি সছে পতিলোকে গেল। সেইক্ষণে ॥ ধষ্ঠ ধন্ত স্বরলোকে উঠিল বাখান । বৈকুণ্ঠ চলিল রাজা ভকত-প্রধান । ধস্ত পুণ্য শোকহর দুঃখবিনাশন। সকল সম্পদ হয় দুরিত খণ্ডন ॥ পৃথুর চরিত্র তাই শুন সাবধানে । শুনিলে সম্পদ বাঢ়ে পাপবিমোচনে ॥ ভাগবত-আচাৰ্য্যের প্রেমতরঙ্গিণী । শুন সাবধানে লোক কৃষ্ণ গুণবাণী । ( ১ ) পাঠান্তুর,— "সৰ্ব্বলোক করাইল হরি গুণ গান” । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে চতুর্থ স্কন্ধে চতুখোশধ্যায়: ৪ । вјеру дуе/утš7 / গোওকিরী রাগ । বিজিতাশ্ব রাজা হৈলা পুখুর কুমার। ছয় পুত্র হৈল তার মহা বলবান । সাগর পর্য্যস্ত তার রাজ্য অধিকার ॥ প্রাচীনবৰ্হি নামে পুত্রের প্রধান ৷ ইন্দ্রকে মিলিয়া অশ্ব জানিল যে কালে । কৰ্ম্মকাণ্ডে হৈল তার দৃঢ়তর মতি। অন্তৰ্দ্ধান গতি তারে দিল পুরন্দরে । পূৰ্ব্ব অগ্রে কুশে আচ্ছাদিল বসুমতী । অন্তৰ্দ্ধান পুত্র হৈল নাম হবিৰ্দ্ধান। রা । হয়্যা লৈল তার রাজ্যে অবধান ॥ নিরস্তর ভক্তি রাজা কৈল দামোদরে । যোগবলে তন্তু তেজি গেল বিষ্ণুপুরে। প্রাচীনবৰ্হি নাম এই সে কারণে । দান ব্ৰত তপ যজ্ঞ কৰ্মে দৃঢ় মনে ॥ তার দশ পুত্র হৈল প্রচেতস নামে । বাপে আজ্ঞা দিল স্মৃষ্টি করহ স্বজনে ॥