পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিরে আজ্ঞা ধরি গেলা তপ কবিবারে । হর সনে দরশন হৈল হেন কালে । শঙ্কর দেখিয়া তারা কৈল প্ৰণিপাত । ছর তুষ্ট হয়্যা কৈল পরম প্রসাদ। আমি জানি তুমি সব কৃষ্ণু-পরারণ। তে কাবণে পথে আসি দিলু দরশন। আমার বান্ধব নাহি হরিভক্ত বিনে । সতত বৈষ্ণব সঙ্গ করিয়ে যতনে ॥ শত জন্ম স্বধৰ্ম্ম করিয়ে নিরস্তুর । তবে ত ব্ৰহ্মত্ব পায় শুদ্ধ কলেবর ॥ তবে আমা পাইতে পারে তবে বিষ্ণুপদ । তে-কারণে জগতে দুলভ ভাগবত ॥ মন্ত্র উপদেশ কহি ধর দৃঢ় মনে । এই মন্ত্র জপিয়া ভজিহ নারায়ণে ॥ এই মন্ত্র জপিয়া করিহ এই ধ্যান । এই বিধি ধর তুমি এই অনুষ্ঠান ॥ এই স্তব স্তবিয়া স্তবিহু ভগবান। এতেক বলিয়া শিব কৈলা অন্তৰ্দ্ধান । শিবমুখে পাইল যদি তত্ত্ব উপদেশ। দশ প্রচেতস কেল সাগরে প্রবেশ ॥ জলের ভিতরে থাকি অযুত বৎসর। গোবিন্দ ভজিল তপ করি নিরস্তর ॥ প্রাচীনবরিহি রাজা কৰ্ম্ম পরায়ণ । জানিএ আইলা তথা লাবদ তপোধন। পুছিলা নারদ তবে শুন ৰূপবর। কৰ্ম্ম হৈতে দেখ তুমি কেমন কুশল । মুখের বিনাশ হয় দুঃখ উতপতি । কৰ্ণ হৈতে না দেখি তোমার মুখগতি ॥ রাজা বলে আমি কিছু না জানি মরম । কিৰূপে নিস্তার হয় কহ তপোধন ॥ রাজার বচন শুনি এহ্মার কুমার। দেখাইল রাজারে তবে মহা চমৎকার। যজ্ঞে যত পশু বধ কৈল নরেশ্বর । অস্ত্র ধরি স্নহে তার রাজার গোচর ॥ কাটিব ছেদিব বলি করে মহানাদ ॥ বড় ভয় পাইল রাজা দেখিয়া প্রমাদ। তবে মুনি কহিল পুরাণ ইতিহাস । জীবের শরীরধৰ্ম্ম যাহাতে প্রকাশ ॥ পুরঞ্জন উপাখ্যান কহিব বিস্তারি। বুঝাই তোমারে শুন চিত্ত স্থির করি। পুরঞ্জন নামে এক আছিল নৃপতি । অবিজ্ঞাত নানে তার সখা মহামতি ॥ শ্ৰীকৃষ্ণ-প্রেমতরদিণী g) সে রাজা পৃথিবীতল কৈল পৰ্য্যটন। বলিবার তরে স্থল কৈল নিরূপণ ॥ একে একে ভ্ৰমিলা সকল পুরে পুরে । আপনার যোগ্য স্থান না দেখে সংসারে ॥ হিমালয় পৰ্ব্বতের আসিয়া দক্ষিণে । একখানি দিব্য পুরী দেখিল নয়নে। নয়খানি দুয়ার পুরীর সুশোভন । চারি পাশে প্রাচীর মুনার উপবন। ভয়ঙ্কর গড়খাই চৌদিগে বেষ্টিত। পতাকা তোরণ ধ্বজ দেখি সুশোভিত । স্ফটিক বিক্রম মণি মরকত স্থল। কাঞ্চননিৰ্ম্মিত ঘর শোভে থরেথর ॥ সভাঘর ক্রীড়াঘর চত্বরে চত্বরে। বিবিধ পসার ঘর শোভে থয়ে ধরে। বিক্রমরচিত পথ রতন-সোপান । সারি সারি শোভে ঘট কাঞ্চননিৰ্ম্মাণ । পুণ্য-জল দীঘি সরোবর মনোহর । অলিকুল বিহগ শবদ কোলাহল । হেন দিব্য পুরী দেখি রা, । পুরঞ্জন । দ্বারেতে দাড়ায়্যা রঙ চিস্তে মনেমন । হেন কালে তথা এক আইল্যা দিব্য নারী দিব্য মূৰ্ত্তি দশ ভৃত্য নিজ সঙ্গে করি ॥ এক এক নোর শতেক ত্ত ন সঙ্গ । পঞ্চশির নামে তার প্রহরী ভু ঈ ॥ আপনার যোগ্যপতি চাহিয়া বেড়ায় । হেন দিব্য নারী গিয়া মিলিল তাহায় । স্বন্দরী দেখিয়া বীর বোলে কোন বাণী । কোথা হৈতে কোথা যাহ কাহার রমণী ॥ কি নাম তোমার তুমি কাহার দুহিত। দিব্যরূপ বেশধর সঞ্চ গুণযুতা । কে হয় তোমার সূপে এই দশ eন। দাস দাসীগণ লৈয়া ভ্রম কি কারণ ॥ নারীগণ সঙ্গে দেখি বলিত কাছার । আগে আগে যায় সর্প কি নাম ইহাব । হরের পাৰ্ব্বতী কিংবা ইন্দ্রের ইন্দ্রাণী । দেখিয়ে সাক্ষাতে যেন লক্ষ্মী ঠাকুরাণী। কমলচরণে কর পৃথিবী সঞ্চার। হেন বুঝি যোগ্যবর চাই আপনার । এই পুরী ভূষণ করিয়া তুমি রহ । ইচ্ছা যদি কর তুমি বোল দুই কহ ॥ রাজার বচন শুনি হাসিয়া সুন্দরী। কহিতে লাগিলা নারী লজ্জা পরিহরি।