পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨Cજ কিঙ্কর কিঙ্করীগণ আমার সংহতি । পুরঞ্জনী নাম ধরি জগতে খেয়াতি । যে দেখ আমার আগে সাপ ভষঙ্কর । জাগিয়া আমার আগে থাকে নিরস্তুর ॥ ভাগ্যে দরশন আজি ঘটিল তোমার। আমা লয়্যা কামভোগ কর চিরকাল ॥ ভজিলু তোমারে আমি শুন নরেশ্বর। এই পুরী পরবেশি রহ নিরস্তর। নবমুখী পুরীখান দেখিতে মুন্দর। ইহাতে প্রবেশি থাক শতেক বচ্ছর ॥ তোমা বিনে আমি বর না বরিব আনি । নিতি নিতি নানাভোগে করিৰ যোগান। তোমাকে ভজিলে দেখি সৰ্ব্বত্র কল্যাণ । ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ হৈব উপাদান । পুত্র পৌত্র স্বধভোগ মিলিব সকল । জগত ভরিয়া যশ রহিব বিস্তার। ইহলোক পরলোক সকল সাধিব । পিতৃদেব গুরুগণ ব্রাহ্মণ ভজিব ॥ গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ বলে সৰ্ব্বজনে। না ভজিব পতি আন পতি তোমা বিনে । গৃহধৰ্ম্ম করিব সাধিব সৰ্ব্ব সিদ্ধি । জানিঞা ভজিলু আমি তোমা গুণনিধি । এতেক বচন বলি তারা দুহে মলি । আননা রহিল পুর পরবেশ করি ॥ পুরীর উপরে সাত বিচিত্র দুয়ার। হেটে আর দুই খান দুষার বিশাল ॥ পাচ খান দ্বার তার পুরীর সম্মুখে । দুইখান দুয়ার দক্ষিণ বামভাগে । গতাগত করে রাজা এ নব দুয়ারে। ষার যে যে নাম রাজা কহিব তোমারে ॥ আবির্ণ ধী খঙ্কোত (১) এই দুই যার নাম। সে দুয়ারে যবে রাজা করয়ে পয়াণ । স্বৰ্য্য সখা করিয়া উজ্জল দেশে যায়। এইরূপে পুরঞ্জল আনন্দে বেড়ায় ॥ (১) জাবিন্মুখী-প্রকাশবহুল দক্ষিণ নেত্র। খঙ্গেীত-স্বল্পপ্রকাশ বাম চক্ষু । নলিনী নলিনী (১) দুই সন্মুখে চুম্বার। সে দুয়ারে যদি রাজা করয়ে সঞ্চার ॥ সুগন্ধি নগরে ষায় বায়ু সখ্য করি। মুখ্য মুখ প্রথম দুয়ারে নাম ধরি ॥ সে জুয়ারে করে রাজা নানা উপভোগ । বরুণ মিত্রের সহে করিয়া সংযোগ ॥ পিতৃহ দেবহু (২ ) নাম এ দুই দুরায়। উত্তর দক্ষিণে তার সঞ্চার বেভার ॥ আকাশ করিয়া সখ্য যায় পুরঞ্জন। দক্ষিণ উত্তর দেশে করয়ে ভ্রমণ ॥ পাছে যে দুয়ার নাম আম্বরী তাহার। লে চুম্বারে করে রাজা মৈথন আ১ার। আর এক য়ার নিঋতি যাব নাম । সে স্কুয়ারে করে রাজা যদ্যপি পয়াণ । লে স্থয়ারে পুরঞ্জন করে মলত্যাগ । এইরূপে মুখে বৈসে রাজা মহাভাগ ॥ বিষ্ণুচীন (৩) সঙ্গে রাজা অন্তঃপুরে বৈসে । ক্ষণে শোক মোহ ক্ষণে থাকয়ে হরিয়ে ॥ পুত্র দার ধন হেতু নানা উৎপাত । লিতি নিতি ধৰ্ম্ম করে না পায় সোয়াস্ত ॥ যে যে ইচ্ছা করে নারী আনিএ যোগায়। অবুধ বঞ্চিত রাজা নানা দুঃখ পায় । পুরঞ্জনী কৈল যদি লজ্জন ভোজন । তবে অল্প পানি খায় রাজা পুরঞ্জন ॥ সে যদি কান্দিলে কালে হালিলে হাসয়ে । সে যদি বোলয়ে কিছু বিনয়ে বোলয়ে ॥ সে যদি চলয়ে তার পাছে চলি যায় । সে যথা বৈসয়ে তার সম্মুখে দাওয়ি ॥ সে যদি শয়ন করে করয়ে শয়ন। এইরূপে নিজ পুরে বৈসে পুরঞ্জন ॥ ধীরশিরোমণি শ্ৰীগদাধর জান। ভাগবত-আচার্ষ্যে মধুরল-গান ৷ ( ১ ) নলিনী ও নলিনী,—বাম ও দক্ষিণ নালাপুট । (২) পিতৃহু-দক্ষিণ কর্ণ। দেবহ্ল - दाम कर्जी । (৩) বিলুচীন-সৰ্ব্বতোমুখ মন । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে চতুর্থ স্বন্ধে পকমৌ২ধ্যায়: ॥ ৫ ॥