পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θυνα হেন শুনি এই তাঁর সংকল্প নিশ্চয় । আপনে বুঝিয়া কর যে যুগতি হয়। দেবের বচন শুনি কমল আসন । আশ্বাসিয়া পাঠাইল সব মুরগণ ॥ আপনে চলিলা ব্ৰহ্মা গলা সেই বনে । যথা তপ করে দৈত্য তীর্থের আশ্রমে ॥ বন্ধীক পিপড়ে তার খাইল-কলেবর । তাহার উপরে হৈল বস্ত্রীক টাকর ॥ ঘাস বঁাশে তাহার উপরে মহাঝাড় । মাংস শোণিত লাহি মাত্র আছে হাড় ॥ অদ্ভূত দেখিয়া ব্ৰহ্মা হংস সে বাহন। বিস্ময় ভাবিয়া ব্ৰহ্মা বলিল বচন ॥ উঠ উঠ অারে বাপ হৈল তপ সিদ্ধি । বর দিব বর মাগ শুন মহাবুদ্ধি ৷ হেন অদভূত নাহি দেখি কোন কালে । বন্ধীক পিপড়ে তোর ভখিল শরীরে ॥ হাড়ের ভিভরে প্রাণ রহিল প্রবেশি। হেন তপ করে হেন কে আছে তপস্বী ॥ ( ১ ) শতেক বৎসর তুমি আছ নিরহারে । হেন তপ করে ক্রেন ( ২ ) শকতি কাছারে ।। তুষ্ট হৈলু বর মাগ দিতির নন্দন। যত বর মাগ তুমি দিব এইক্ষণ ৷ এতেক বলিয়া ব্রহ্ম কমণ্ডলুজলে । অভিষেক কৈল সেই টকর উপরে ॥ উঠিলা টিকর হৈতে দিব্যকলেবর । তপত কাঞ্চল যেন জলস্ত আনিল । সম্মুখে দখিল ব্ৰহ্মা হংসের উপরে। দণ্ডবৎ হয়।্য দৈত্য পড়িলা সত্বরে ৷ নানা স্তুতি কৈল দৈত্য কর যুড়ি শিরে । নয়নে আনন্দ জল পুলক শরীরে। ৰৱ মাগে দৈত্যরাজ গদগদ বাণী । মোর বর কহি প্ৰভু শুন পদ্মযোনি ॥ তোমার স্বজিত যত আছে চরাচর । তাহা হৈতে কর মোরে অজয় অমর | দিবস রজনীকালে অস্তুর বাহিরে। অস্ত্রে শস্ত্রে না মরিব না ভূমি অম্বরে। নর মৃগ মুরামুর উরগ কিল্পরে। মোর মৃত্যু নহে ষেন ব্ৰহ্মাও ভিতরে । ত্ৰিভূবনে রাজা করি করছ স্থাপনে । মোর সম যুদ্ধে যেন নহে কোন জলে । ( ১ ) পাঠাস্তর,—“কেবা জাছয়ে তপস্বী।" (২ ) পাঠাস্তৱ-—“কেবা” । £ौधडाँगषड দৈত্যের বচন শুনি ব্রহ্মা স্বরেশ্বর। তুষ্ট হয়্যা দিল যত সে মাগিল বর ॥ মাগিলে দুলভ বর দিতির নন্দন । তবু বর দিলু তোরে সস্তোষ কারণ ॥ এতেক বলিয়া ব্ৰহ্মা হংসপৃষ্ঠে চড়ি। অস্তরীক্ষ হঞা তবে গেলা নিজপুরী ॥ বর পেয়্যা দৈত্যরাজ বলে কোন বাণী । সেনাপতি লভে আন ত্রিভুবন জিনি। স্বরামুর নরপতি গন্ধৰ্ব্ব কিন্নর । সিদ্ধ চারণ যক্ষ রক্ষ বিদ্যাধর । সকল জিনিঞ বশ কৈল ত্রিভুবন । চন্দ্র স্বৰ্য্য ইন্দ্র জিনি জিনিল পবন ॥ কুবের বরুণ জিনি যম লোকপাল । ত্ৰিভুবনে স্থাপিল অপেন অধিকার । বিশ্বকৰ্ম্ম আনিয়া নিৰ্ম্মল দিব্যপুরী। ত্ৰৈলোক্য সম্পদ ভোগ করে মহাৰঙ্গী। বিক্রম-সোপান-ঘর মরকত-স্থলে । স্ফ কে নিৰ্ম্মিত স্তম্ভ স্বৰ্য্য যেন জলে । বিচিত্র বিতান পদ্মরাগ সিংহাসন । পয়ঃফেন সম শয্যা মুকুতা-তোরণ। বহুমূল্য রত্ন মণি হেন পরিচ্ছদ । এক এ করিল মিভুবনের সম্পদ । ললিত লাবণ্য রূপ স্বরবধূগণে । রতনে ভূষিত কবে দৈত্যের সেবনে ॥ ( ১ ) হিরণ্যকশিপু রাজা তুিবন জিনি। আসলে বসিলা যেন দীপ্ত দিনমণি ॥ মুরাসুর করে যার (২ ) চরণ বন্দন । কেবল প্রতাপে বশ হৈল ত্রিভুবন ॥ বিবিধ সম্ভার দ্রব্য দিয়া স্বরগণ । চকিত নয়নে করে চরণ-বন্দন ॥ তুম্বুরু নারদ গীত গায় মুগলিত । সিদ্ধ ঋষিগণ স্তুতি করে সচকিত । দেবের নাচনী নাচে দেখিতে সুন্দর। বিবিধ বাজনা বাজে অতি মনোহর ॥ নানা যজ্ঞ করিয়া ব্রাহ্মণে তারে বজে । নানা ধৰ্ম্ম কৰ্ম্ম করি সর্বলোক পূজে ॥ ( s ) श्रitट्टैर्ङश्च - “রণিত নূপুর পায়ে মুরবধূগণে । ললিত লাবণ্য রূপ রতন ভুঘণে " ( ३ ) श्रीठांच्द्र,~~*छांब"।