পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ૨૪૪) সপ্তদ্বীপা ধরণী আপনে শস্ত ধরে। নানা অদভূত হৈল আকাশ উপরে ( ১ ) ॥ সাত সমুদ্রের আনি রতনসঞ্চয় । তরঙ্গে তুলিয়া দেয মনে পেয়্যা ভয় ॥ নানা ফুল ফল রস দিল দ্রুমগণে । পুরিল পৰ্ব্বতগণ মাণিক রতনে ॥ ৰাসুকি তক্ষক আদি ফণধরগণে । দিব্য রত্ন মণি ( ২ ) আনি যোগায় যতনে ॥ হিরণ্যকশিপু এক ত্রিভুবনে রাজা। স্বরামুর মুনিগণে করে যার পূজা ॥ এইরূপে কবে দৈত্য রাজ্য অধিকার। দুঃখ শোকে সৰ্ব্বলোক বহে সৰ্ব্বকাল ॥ ইঙ্গ আদি দেবে মেলি কৃষ্ণ আরাধিল । বহুবিধ প্রণাম বিবিধ স্তুতি কৈল ॥ নিরাহারে নিরালম্বে কৈল উপাসনা । অন্তরীক্ষে বাণী হৈল আকাশে ঘোষণা ॥ আরে আরে স্বরগণ ভয় পরিহর। হিরণ্যকশিপু করি শঙ্কা নাহি কর । আমি ভালে জানি দেত্য দুষ্ট স্বরাচার । আপনে তাহার আমি কবিব সংস্কার । ( ৩ ) মরণ অবধি তার অাছে কথে দিন । পুত্র অপরাধে মৃত্যু পাবে মতিহীন ॥ ৰেদ-দেব-নিন্দুক যে গা ব্রাহ্মণ হিলে। নিকটেই হয় তার মরণ সবংশে ॥ একান্ত ভকত পুত্ৰ হইব তাহার। প্ৰহলাদ তাহার নাম বিদিত সংসার ॥ আমার ভকত পুত্র দেখি দৈত্যপতি । মারিপার তরে তারে করিবে শকতি ॥ আমার কৃপায় তার নহিব মরণ । মরিব অমুররা সেই সে কারণ ॥ স্বরগুরু-বচন শুনিয়া দেবগণে । আনন্দে চলিয়া গেলা আপন ভূবনে ॥ ( ১ ) পাঠান্ত্রর,—"আকাশমগুলে" । (২) পাঠান্তর,-“মালা" । ( סא ) পাঠাস্তুর,— “পুত্ৰ হৈতে হয় শস্ত্ৰ মরণ তাহার" । জনমিল তার পুত্র প্রহ্নাদ কুমার। সত্যসন্ধ জিতেজিয় ধৰ্ম্ম অবতার ॥ শান্ত দাস্ত সৰ্ব্বভূতহিত প্রিয়কর। পিতৃতুল্য দীনজন পরিত্রাণপর ॥ দাসতুল্য সাধুজন-চরণবন্দনে । ভ্রাতৃতুল্য প্রিয়ম্বদ ইষ্ট সম্ভাষণে ॥ গুরু আরাধনে করে ঈশ্বর ভাবনা ৷ কৃষ্ণ বিনে চিত্তে নাহি অন্ত উপাসনা । জিতকাম জিতক্রোধ ছিন্ন-মোহজাল । দৈত্য ঘরে হল হেন প্রহ্নাদ কুমার। যার যশ মহাজন মুরগণে গায়। গণিতে মহিমা যার গণনে না যায় ( ১ ) ॥ সুরামুর-লভায়ে যাহার গুণ গান । উপমা করিতে যার গুণের বাখান ॥ একান্ত ভকতি যার গোবিনাচরণে । বাল ক্রীড়া ছাড়ি কৃষ্ণ চিস্তে মনে মনে ॥ জড় উনমত যেন ভূত অধিষ্ঠান। কিরূপে কোথাতে থাকে নাহি অৰধান ॥ শয়ন ভোজন পান পয্যটন কালে । কিছুই না জানে শিশু সদাই বিহুবলে ॥ ক্ষণে হালে ক্ষণে কান্দে আকুলহৃদয় । ক্ষণে উনমাদ উঠে ডাকে অতিশয় ॥ উনমত হয়্যা ক্ষণে নাচে ক্ষণে গায় । কৃষ্ণভাবে গ্রস্ত চিত্ত আন নাহি ভায় ॥ ক্ষণে কৃষ্ণধ্যানেতে করয়ে আলিঙ্গন । স্তব্ধ হয়্যা রছে নাছি বাহ স্মঙর । নয়নে আনন্দজল পুলকিত অঙ্গ । তিলমাত্র লাহি কৃষ্ণ-দরশন ভঙ্গ ॥ হেন পুত্র মহাভাগবত গুণনিধি । হিরণ্যকশিপু রাজা হিংসিল কুবুদ্ধি ॥ ভক্তিরসকল গুরু গদাধর গুণন। ভাগবত-আচার্ষ্যের মধুরল-গান। (১) পাঠাস্তব,— "যার যশ মহাজনে কবিগণে গায় । গণিতে মহিমা তার ওর নাহি পায ।” ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে সপ্তমস্কন্ধে z}\qqfaqffH: ) » I