পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ما هنا এই বজ্ৰ কোটি কোটি পৰ্ব্বত কাটিল। হেন বজ্র নমুচির শিরে ব্যর্থ হৈল ॥ ৰুত্র হেন মহাম্বর এই বজে কাটে । মুঞি বঞ্জ এড় যদি ত্রিভুবন না আঁটে। কেন ব্যর্থ হৈল বজ্র পেয়্যা অল্প কাজ । ( ১ ) চিক্তিতে লাগিল শক্ৰ মনে পেয়্যা লাজ । অন্তরীক্ষবাণী হৈল হেন অবসরে । না কর বিষাদ ইন্দ্ৰ কহিয়ে তোমারে। শুষ্ক আদ্রে না মরিব দুরন্ত অমর । বজ্রে লা মরিব দৈত্য চিন্তা কর দূর । উপায় করিয়া তুমি বধ ছুবাচার। এ বোল শুনিএ ইজ চিস্তে পরকার ॥ নহে শুষ্ক নহে আদ্র দেখি জলফেনা । হৃদয়ে ভাবিয়া দাটাইল এ মন্ত্রণা ॥ ফেন দিয়া নমুচির মুণ্ড বাটি আনে । জয় জয় বলি স্তুতি কৈল দেবগণে ॥ ( গন্ধৰ্ব্ব কিয়রে গায় পুষ্প বরিষণ । দেবৰষুগণ নাচে দুন্দুভিবাজন । কোটি কোটি দৈত্য কাটা গেল মহারণে । সকল অমুর নাশ কৈল দেবগণে ॥ ) দেখিল অমুরকুল নাশ হয়্যা যায় । আপনে চিস্তিয়া ব্ৰহ্মা নারদে পাঠায়। ব্ৰহ্মার নন্দন বলে শুন দেবগণ । তুমি-সব এখনে না কর আর রণ ॥ নারায়ণৰুপায় অমৃত পান কৈলে। নিজ ভুজৰলে সব অমুর চিনিলে । এখন না কর রণ আমার বচনে । এ বোল শুনিএ যুদ্ধ ছাড়ে দেবগণে ॥ ক্ৰোধ ছাড়ি দেবগণ গেল নিজপুরে । ডাক দিয়া অস্বরে আনিল যোগেশ্বরে ॥ তুমি সব বলি লয়্যা চলি যাহ ঝাটে। অস্তগিরি লঞা বাহ শুক্রের নিকটে । এ বোল বহিয়া মুনি কৈলা অন্তৰ্দ্ধান । ৰলি লয়্যা গেল দৈত্য শুক্রবিদ্যমান ॥ মুতলীবনী বিদ্যা করিয়া স্মরণ। বলি জীয়াইল শুক্র মহাতপোধন । এইরূপে যুদ্ধ কৈল পুথীর ভিতর। দেবাসুরসংগ্রাম কহিল ভয়ঙ্কর । ( ২ ) (১) "কেন বা পেলিলু বক্স পাইয়া অল্পকাজ।” (২ ) ইহার পর অঙ্গ পুথিতে অধ্যায় সমাপ্ত হইয়াছে । শ্ৰীমদ্ভাগবত আর কথা কটি রাজা কল্প অবধান । যেরূপে মোহিলা শিবে প্ৰভু ভগবান। আপনে মোহিনী বেশ ধরি গদাধর। অস্বর মোহিলা হেন শুনিলা শঙ্কর ॥ বুষ আরোহণ করি সঙ্গে নিজগণ । পাৰ্ব্বতী সহিত গেলা যথা নারায়ণ ॥ শঙ্কর দেখিয়া হরি পূজিল বিধানে । কি বোলে শঙ্কর তবে প্রভুর চরণে ॥ দেব দেব জগন্নাথ জগত-জীবন । পিতা মাতা পতি বন্ধু তুমি নারায়ণ ॥ জগতের আদ্য অস্ত তুমি অভ্যস্তর। ভগতের সত্যাসত্য তুমি মহেশ্বর। যোগেন্দ্র মুনীন্দ্র ভজে চরণ তোমার । ভকতি করিয়া হয় ভববন্ধ পার। পূৰ্ণব্রহ্মা নিত্য তুমি অজ অবিকার। আনন্দস্বরূপ নিরালম্ব নিরাধার ॥ এক নিরঞ্জন হয়্যা নানা ভেদ (১) ধর। রূপভেদে বিশ্বোৎপত্তি স্থিতি লয় কর । একই সুবর্ণ যেন নানা ভেদ ধরে । আগেয়ান বলে কটক কুণ্ডল হারে । (২) কেহ ব্ৰহ্ম বলে কেহ পুরুষ পুরাণ । কেহ ধৰ্ম্ম সত্য বলে কেহ তগবান ॥ আমি ব্ৰহ্মা সনকাদি না জানি ৩েীমারে । আমি সব মায়ার নিৰ্ম্মিত চরাচরে ॥ আপনে স্বজন কর পালন সংহার। তোমা বহি জগতে বলিতে নাহি আর । নানা অবতার তুমি কর নানা রূপে । আপনে মোহিনীবেশ ধরিলে কিরূপে । অস্বরমোহিনী তুমি নারীবেশ ধর । দেখাইয়া আমার সংশয় ছেদ কর । (৩) হাসিয়া কেশব তবে বলে কোন বাণী । অস্বর মোহিত রূপ ধরিন্থ মোহিনী ॥ সে রূপ দেখাব শিব কর অবধান। দেখিলে কামীর কাম হয় উপাদান। এ বোল বলিয়া হরি হৈলা অস্তদ্ধান । এবে শিব উপবন দেখে বিদ্যমান। (১) পাঠান্তর,—"রপ" । (২) "একই কনক যেন নানা ভেদ ধরে । কিরীট কুণ্ডল হার নানা অলঙ্কারে ।” (৩) “অমুর মোকিলে তুমি স্ত্রী-বেশ ধর । সে রূপ দেখাহ মোরে যদি দয়া কর ॥*