পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী oe." ফল ফুলে লম্বিত বিবিধ তরুজাল ॥ সাক্ষাৎ বসন্ত যেন কৈল অবতার ॥ তাহার ভিতরে দেবী গমন মন্থরা। ললিত চলিত চারু নিতম্ব মেখলা ॥ সমান উন্নত স্তন তার গতি মন । মধুস্মিত বিনিন্দিত মতিময় দস্ত । কুচযুগলমণ্ডলে চঞ্চল হার জাল । ললিত কলিত পারিজাত বনমাল। ] গেডুয়া ক্ষেপণে লোল নয়নবিলাস । চলিত কুণ্ডল চারু কপোলবিকাশ ৷ স্তন ভরে ক্ষীণ গতি ক্ষীণ কটিদেশ। ঠমক চলিত গতি গমন বিশেষ । পবনে চলিত কুচ-বসন বিলাস । মদনমোহন মন্দ মধুস্মিত হাস ॥ পরম রমণীরূপ দেখিয়া শঙ্কর । কামে ৰিমোহিত শিব পাসরে সকল। কোথা বৃষ কোথা দেবী কোথা নিজগণ । আপনা পালরে শিব কামে অচেতন ॥ লজ্জা মান ( ১ ) হরিল বিহবল মহেশ্বর। মোহিনী ধরিতে নারে ধায় নিরস্তর ॥ বনের ভিতরে দেবী রহিল লুকাস্থ্যা। খুজিয়া বেড়ায় হর ব্যাকুল হইয়া । লাগ পেস্ন্যা কেশপাশে ধরিল যতনে । বাহুযুগ ভিড়িয়া দিলেন আলিঙ্গনে ৷ বাহুবন্ধ খসায়্যা পলাইল শীঘ্ৰগতি । এদিগে ওদিগে যায় মোহন মুকুতি ॥ কেশ ৰেশ খসিল বসন পরিধান । বনে বনে রমণী পলায় স্থানেস্থান ॥ ( ১ ) পাঠান্তর,—"লাজ ভয়” । পাছে পাছে ধীয়ে শিব ধরিতে না পারে। খসিয়া পণ্ডিল বীৰ্য্য ভূমির উপরে। শঙ্করের বীর্য খসি যথাতে পড়িল । সেই সেই ঠাঞি ভূমি হেমময় হৈল। বীৰ্য্যপাত হৈল যদি চিস্তে মহেশ্বরে। বিষম দেবের মায়া কে বুঝিতে পারে ; ছাড়িয়া মোহিনীবেশ প্ৰভু গদাধর। নিজরূপ ধরে তবে হরের গোচর । সস্তোষিয়া বলে হরি না কর বিষাদ । আমার বিষম মায়া বড় পরমাদ । মায়ার প্রভাব আমি দেখালা তোমারে। নহিব তোমারে অরি মায়া কোন কালে ॥ এতেক বলিয়া হরি শঙ্করে তুষিল । প্রণাম করিয়া শিব সাগণে চলিল ॥ পথে দেবী সনে কথা কহে মহেশ্বর। দেখিলে পাৰ্ব্বতী বিষ্ণুমায়া এত বড় ॥ আমি যোগেশ্বর ছয়্যা পাইল এত লাজ । অন্তকে মোহিব তার কত বড় কাজ । এই সে কৃষ্ণের কথা পুরুবে শুনিলে । সেই নারায়ণ তুমি সাক্ষাতে দেখিলে। সাক্ষাৎ পরমব্রম্ব পুরুষ পুরাণ । সকল জীবের গতি এক ভগবান। কহিল তোমারে রাজা অপূৰ্ব্ব কাহিনী । কপটে যুবতীবেশ ধরে চক্রপাণি ॥ অস্ত্রর মোহিয়া করে দেবে পরিত্রাণ । সে হরিচরণে মোর রহুক প্রণাম ॥ ভক্তি রস-কথা-গুৰু গদাধর জান । ভাগবত-আচার্ষ্যের মধুরল-গান। ইতি অষ্টমম্বন্ধে তৃতীয়েt২ধ্যায়ঃ ॥ ৩ ॥ 2 سے छछूॐ छाख7Tध्न / তবে মন্বস্তুর কথা কহিব এখনে । মহাভাগবত তুমি শুন সাবধানে। এখনে সপ্তম মন্ত্র বৈবস্বত নাম । সূৰ্য্যের তনয় তেঁহ মন্ত্রর প্রধান ॥ আদিত্য দেবের নাম ইজ পুরন্দর । আপনে বামন রূপ ধরিলা ঈশ্বর ॥ চতুর্দশ মন্বস্তর কহিল বিস্তারে। যে যে কৰ্ম্ম কৈলা হরি যে যে অবতারে। মমুৰংশ মন্বস্তর কাল পরিমাণ । কি কথা কহিব আর কহ মতিমান। মুনির বচন শুনি রাজা জিজ্ঞাসিল । বামনমুরুতি কৃষ্ণ কি কারণে হৈল।