পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাবৎ পলাঞ নাহি যায় দুরাচার। দুই হাতে গল চাপি ধরিল ছাওয়াল। ছাথ পাও আছাড়য়ে করে ছটফট। মুখেতে না আইলে রাও দেখিতে বিকট । দুই আখি উলটিল হরিল চেতন। ভূমিতে পড়িঞ দৈত্য ছাড়িল জীবন। পড়িল আকাশ হতে শিলার উপরে। খণ্ড খণ্ড হৈল তার সব কলেবরে। শিলাতে পড়িঞা দৈত্য হৈল শঙ্খচুর। শঙ্করের বাণে যেন পড়িল ত্রিপুর ॥ গোপগোপীগণ কানো আকুল হৃদয়। হেনকালে দৈত্য দেখি পাইল বড় ভয় । খেলায় বালক তার বুকের উপর। ঈষৎ মধুর হস্ত দেখিতে সুন্দর। নাম্বিবারে চাহে শিশু তয় নাহি মানে । ধাঞা গিয়া ধরে শিশু গোপগোপীগণে ॥ সব দুঃখ দূরে গেল পাঞাঁ যদুবর। গোকুল ভরিয়া হৈল আনন্দ মঙ্গল ॥ নন্দ আদি গোপ বলে হৈয়। আনন্দিত। নষ্ট হৈলে হেন পুত্র মিলে আচম্বিত ॥ নিজ পাপে হিংসকের হয় পরলয়। শুদ্ধভাবে সাধুজনে তরে ভৰতয় ॥ আমি সব কোন তপ কৈল পুণ্য দানে । সাক্ষাতে পূজিল কিবা পুরুষ পুরাণে ॥ কিবা সৰ্ব্বভুতে দয়া কৈল শুদ্ধ চিত্তে । কোন ভাগ্যে মৃত পুত্র মিলিল সাক্ষাতে ॥ জীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী অদভূত দেখি নন্দ চিস্তে মনে মনে। বসুদেববচন ফলিল ৰিদ্যমানে ॥ কথোদিন বই আর নন্দনে নন্দনে । যে কৰ্ম্ম করিল রাজা শুন সাবধানে ॥ পুত্র কোলে করিয়া যশোদা এক দিলে । স্তন পিয়াইল দেবী হরষিত মনে । মধুর অঙ্গের করে লালন পালন। কর দিয়া করে দেবী মুখ মারজন। হেনকালে মুখে হাই ছাড়িল ছাওয়ালে। ত্রিভুবন দেখে দেৰী মুখের ভিতরে। দশদিগ গ্রহগণ আকাশমণ্ডল । চন্দ্র স্বৰ্ষ্য বায়ু বহ্নি এ সপ্তসাগর ॥ সপ্তদ্বীপ নদ নদী গিরি তত্ত্বগণ। স্বরলোক সপত পাতাল ক্ষিতিবন ॥ ( ১ ) ব্ৰহ্মাও পৰ্য্যন্ত যত স্থাবর জঙ্গম । পুত্রমুখে যশোদা দেখিল ত্রিভুবন ॥ পুত্রমূখে জগৎ দেখিয়া ব্ৰজেশ্বরী। কঁাপিয়া উঠিল অঙ্গ ধরিতে না পারি। দুই আঁখি মুদিয়া রহিল সেই মনে । হেন অদভূত লীলা করে নারায়ণে । কৃষ্ণগুণ শুন ভাই কৃষ্ণে দেহ আশা। ভাগবত-আচার্ধ্যের মধুৰ্বল ভাষা। ১ ) অস্ত পুথির পাঠ,— "সপ্তদ্বীপ গিরি তরু নদ নদী জল । জুরলোক সপ্তপাতাল ক্ষিতিতল ॥* ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে সপ্তমোছধ্যায়: ॥ ৭ ॥ N অষ্টম অধ্যায় । বরাড়ী রাগ। শুক মহামুনি বলে শুন নরেশ্বর। আসনে বলায়া মুনি বিনম্নবচনে। আর অদভূত কহি শ্রুতিমনোহর ॥ কর যোড় করি নন্দ ৰলে সাবধানে। যদুকুলে পুরোহিত গৰ্গ মুনি নাম। মহাজন আগমন এই পয়োজনে । আজ্ঞা দিলা তারে বসুদেব মতিমান ॥ চেতন-দরিদ্র গৃহীর করে পরিত্রাণে ॥ গৰ্গ মুনি গেল তবে মঙ্গের মন্দিরে। তুমি মহাপুরুষ দুর্গত-হিতকারী। দেখিয়া উঠিল নন্দ পরম আদরে। তাহার কারণে তুমি আইলা দয়া করি। পাভ অর্থ্য গন্ধ পুষ্প নানা উপহারে। তুমি মহাপণ্ডিত কেবল শুদ্ধমতি। তোমা হৈতে জ্যোতিষ শাস্ত্রের উৎপতি ॥ বিষ্ণুবুদ্ধি করি তীরে পূজিলা সম্বরে।