পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যার একরূপে ধরে অশেষ জগতী । সে প্রভু পৰ্ব্বত ধরে এ কোন শকতি ॥ সপ্তদিন মেঘ বরিষয়ে নিরস্তর । ঐরাবত গজে চঢ়ি চৈিহ পুরনার ॥ কিছুই সন্ত্রম নৈল গোকুল উপরে। লজ্জা পেয়্যা ইজ মেঘ আপনে নিবারে । ভগ্নদৰ্প ছৈল মেঘ ইন্দ্র অপমানে । পালটিয়া মেঘ লয়্যা চলে নিজস্থানে ॥ দেখিয় গোপাল বলে শুন গোপগণে । ধন ধেছু লয়্যা সতে চল নিজ স্থানে ॥ চৌদিগে বিমল সূৰ্য্য উদিত গগনে । সুখে চলি চল সভে গোকুল ভুবনে ॥ এ বোল গুনিয়া গোপ হরষিত মনে । ধন ধেনু লয়্যা গোপ চলে সেই ক্ষণে । শকটে তুলিয়া নিল সকল সম্ভার। আনন্দে গোকুলে চলে যতেক গোয়াল । শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী 8e & এ তিন ভুবনে হৈল জয় জয় নাদ । গোপগোপা মেলি সভে কৈলি আশীৰ্ব্বাদ । যশোদা রোহিণী নন্দ দিল আলিঙ্গন । শিরে হস্ত দিয়া কৈল শ্ৰীমুখ চুম্বন। দ্বিজগণে বেদ পঢ়ে শিরে দিয়া হাথ । ধান্য দূৰ্ব্ব দিয়া মাথে কৈল আশীৰ্ব্বাদ । আকাশে বাজিল শঙ্খ দুন্দুভি বাজন • স্বরগণে করে স্তুতি পুষ্প বরিষণ ॥ বিদ্যাধরী গায় গীত অপসরা নাচন । সিদ্ধ সাধ্য মুনিগণে করয়ে স্তবন । গোপগোপী মেলিয়া চৌদিগে গুণ গায় । গোকুল প্রবেশ কৈলা প্রভু যদুরায় ॥ লীলায় র্কত প্ৰভু ধরিলা কৌতুকে । গোবৰ্দ্ধনধর নাম হৈল সৰ্ব্বলোকে ॥ পঞ্চবিংশে কহি এই গোপালচরিত। আর কথা শুন রাজা হয়। সাবহিত । অমিতবিক্রম প্ৰভু ধরে শিশু লীলা । গোবৰ্দ্ধন-ধারণ চরিত পুণ্য কথা । পূৰ্ব্ব স্থানে পৰ্ব্বত স্থাপিল নন্দবালা ॥ ভাগবত-আচার্য্যের মধুরস-গাথা ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে পঞ্চবিংশোইধ্যায়ঃ ॥ ২৫ ॥ ষড় বিংশ অধ্যায় । এইরূপে অদভূত কৈল কত কৰ্ম্ম । তা দেখিযা গোপকুলে লাগিল সঞ্জম। গোপগণ মেলি গেলা নন্দ ঘোষ স্থানে । কহিতে লাগিলা কথা নন্দ বিদ্যমানে ॥ শুন শুন ব্ৰজপতি ননদ ঘোষ রায় । তোমার পুত্রের রীত বুঝনে না যায় ॥ সপ্ত বৎসরের শিশু কিবা শক্তি তারে । সক্তদিন গোবৰ্দ্ধন এক হস্তে ধরে ॥ শিশু হয়৷ পৰ্ব্বত লীলায়ে হস্তে তোলে। যেন মদমত্ত গজ কমলের ফুলে । মহা বলবতী নারী পূতন রাক্ষসী ॥ স্তন পিতে তার প্রাণ হরিল গরাসি ॥ তিন মাসের শিশু আছিল যখনে । শকটের তলে থখ্যা করালা শয়নে। সাম রাগ । স্তন খাইবার তরে যুড়িল ক্রনন । উভ করি তুলি ধরে দুখানি চরণ ॥ ঠেলায়ে শকট ভাঙ্গি হৈল সাত খান । শিশু হেন কৰ্ম্ম করে কর আকুমান । এক বৎসরের শিশু আছিল যখনে । চক্রবাত নামে দৈত্য তুলিল গগনে । গলা চাপি ধরি মারে তথাই অনুরে । শিলাতে পড়িয়া দৈত্য হৈল শঙ্খচূরে। ঘরে পশি ক্ষীব ননী চরি করি খায়। উদুখলে বান্ধি তীরে যশোদা রহয়। ওখলি টানিঞা গেল বুক্ষের নিয়ড়ে। যমল অর্জুনে হেন দুই বৃক্ষ পাড়ে ॥ অঘ বক দুই দৈত্য পৰ্ব্বত আকার । তাহাকে মারিয়া রাখে শিশু চমৎকার।