পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী R stå গোপের ছাওয়াল হয়্যা যুদ্ধ ভাল জানে। দেখিব সে যুদ্ধ আন আমা বিভমানে ॥ রাজার আজ্ঞায়ে আইলে তুমি দুই জন। এ বোল বুঝিয়া শুন আমার বচন । রাজার পরিতি করে কায় মন-বাক্যে । সেই প্রজা কুশলে যাবতকাল থাকে। রাজার পরিতি ভক্তি যে প্রজা না করে। কুশল নাহিক গুরুদ্রোহী বলি তারে (১) । এ বোল বুঝিয়া তুমি আমি-সব মেলি। কায়-মন-বচনে রাজার প্রীতি কয়ি ॥ সৰ্ব্বজীব তুষ্ট হৈব সকল দেবতা। সৰ্ব্বদেবময় নৃপ লৰ্ব্বলোক পিতা । চাণুরের বচন শুনিয়! মুরেশ্বর। প্রশংসা করিয়া দিলা উচিত উত্তর। তাল ভাল শুনহে চাণুর বীরবর। রাজার কিঙ্কর তুমি আমি বনচর । (১) পাঠাস্তর,— *গুরুদ্রোহী বলি তারে না হয় কুশলে । কৃষ্ণে মন ধর তাই কৃষ্ণে ধর অাশা ৷ রাজার পরিতি যদি আমা হৈতে হয় । এত বড় অনুগ্রহ ভাগ্যে সে মিলয় ॥ কিন্তু আমিসব শিশু খেলাই সদায়। ছাওয়ালের সঙ্গে খেড়ি আমার যুয়ার ॥ ছাওয়ালের সঙ্গে খেলা করাহ আমারে । যুদ্ধধৰ্ম্মে ছাওয়ালের নাহি অধিকারে । মহামল্প তুমি সব এ রাজমগুলে। অধৰ্ম্ম উচিত ঞিহা নাছি হয় ভালে। (১) হালিয়া চাণুর বলে না বল এ বোল। না হও ছাওয়াল তুমি না হও কিশোর ॥ কুবলয় হেন গজ মারিলে লীলায়। তোমারে শ্রেষ্ঠের সঙ্গে যুঝিতে যুৱায় ॥ ইহাতে অধৰ্ম্ম লাহি না দেখি অন্তায়। তোমার সহিতে আমি যুঝিৰ সদায়। ৰলরাম যুঝিব মুষ্টিক বীর সঙ্গে। রাজসভা বসিয়া দেখুক যুদ্ধ রঙ্গে। ভাগবত-আচার্য্যের মধুরল ভাষা। (১) "অধৰ্ম্ম উচিত নহে ইহার ভিতরে”— পাঠান্তর। ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈমাসিক্যাং দশমম্বন্ধে ত্রিচারিংশেt২ধ্যায়: ॥ ৪৩ ॥ চতুশ্চ ত্বাৱিংশ জণ্ডTTয়ঃ / শুক বলে শুন রাজা তাহার বিধান । চাণুরের বচন শুনিএ ভগবান ॥ তাল ভাল বলি কৃষ্ণ দিলেন উত্তর। চাণুর মুষ্টিক শুনি হৈলা মুণীতর ॥ ধেয়্যা গিয়া চাণুরে ধরিল বনমালী । বলরাম মুষ্টিকে ধরিল দৃঢ় করি । ছাথে হাথে পদে পদে করিয়া বন্ধন । ঠেলাঠেলি পেলাপেলি ভূমিতে পাতল । আগুয়ানি পাছুয়ানি তোলনি পাতনি। দুই বীরে বাহুযুদ্ধ কেহ নাহি জিনি। ষেরূপে চাপুরে কৃষ্ণে বাহুযুদ্ধ করে। সেইরূপে বুঝয়ে মুষ্টিক হলধরে। পদাঘাতে মল্লভূমি করে টলমল । চৌদিগে পুরিয়া লোকে চাচে নিরস্তর। বীরের সংগ্রাম দেখি বালকের সহে । অন্তোন্তে নাগরীগণ মিলি কথা কহে ॥ সত্তালদে এক বড় দেখিলু অধৰ্ম্ম । রাজার সাক্ষাতে হয় হেন অপকৰ্ম্ম মহাবীর মল্প সহে বালক যুঝায় । হেন পুণ্যজন নাকি রাজারে যুঝায়। বজ্ৰ সম অঙ্গ গিরি আকার বিশাল । নৰদল কলেবর স্তন্তপ ছাওয়tল ॥ ইহার উহার সনে যুদ্ধের ঘটনা। কে দিল রাজারে আসি হেন কুমন্ত্রণ ॥