পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 & রাজার সভায় হয় এ হেন দুৰ্ণীত। এমত সভায় নহে বসিতে উচিত। যে সভায় দেখয়ে অধৰ্ম্ম পরিচায় । বুৰঞ্জন সে সভায় না করে সঞ্চার। কিছুই না বলে যদি দেখিয়ে দুর্নীত । সতার সভোষে যদি বলয়ে কুচ্ছিত । এইমতে অপরাধ দেখি বুধজন। এমত সভায় কভু না করে গমন ॥ দেখ দেখ কৃষ্ণ-মুখ সরোজ-মণ্ডল ( ১ ) । মুকুতার ঝারা যেন শোভে শ্রমজল ৷ পদ্মপত্রে জল যেন করে ঢল ঢল । তাহা জিনি কৃষ্ণমুখ দেখিতে সুন্দর (২ ) ॥ ঐৰূপ দেখ বলরামের বদন (৩) । ক্ষণে হাল ক্ষণে ক্রোধ অরুণ লোচন ॥ পুণ্য ব্রজভূমি যাথে রষ্ণের বিলাস । পুরাণ-পুরুষ গোপরাপে পরকাশ । পূৰ্ণব্ৰহ্ম গৃঢ়রূপে ধরে নরবেশ । বনে বলে গোধন চরায় হৃষীকেশ । বল চিত্রমাল্যধারী দুই সহোদর। চরণে শিঞ্জিত মণিমঞ্জীর মুন্দর। অঞ্জ ভব রমা যার পূজয়ে চরণ। হেন প্রভু ব্ৰজকুলে চরায় গোধন ॥ গোপী কোন তপ কৈল কছনে না যায়। এমত লাবণ্যধাম দেখিল সদায় ॥ কেবল সহজ সিদ্ধ অনন্তনিৰ্ম্মিত । নিরস্তর নব নব যোগীন্দ্রবাঞ্ছিত ॥ জগতে যাহার নাহি অধিক সমান। একান্ত ঐশ্বৰ্য্য যশ সম্পদের ধাম ॥ হেনরূপ গোপী সব পিয়য়ে নয়নে । কি কহিতে পারি তার পুণ্য নিরূপণে ॥ দোহন মন্থনে গৃহ-মাৰ্জ্জন লেপনে । ধান্ত অবঘাত গোপী করয়ে যখনে ॥ ছাওয়াল কান্দিতে তার করিতে প্ৰবোধ । স্নান অঙ্গ-মারজলে যখলে সংযোগ ॥ এ সব সময়ে কৃষ্ণ গারে অজুরাগে । অশ্রুমুখী গোপী অঙ্গ পূরিত পুলকে ॥ SS S SSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ( ১ ) পাঠাস্তর,-“সরোজ বিমল" । ( ২ ) পাঠাস্তর,— "সেইরূপ মুখখানি দেখিতে সুন্দর” । ( ৩ ) "হের কিনা দেখ বলভজের বদন" ודשן:itי-- শ্ৰীমদ্ভাগবত ধন্ত ব্ৰজবধু যার এমত চরিত্র। কৃষ্ণ বিনে তিলেক নহিল আন চিত্ত । প্রভাত সময়ে কৃষ্ণ যায় বৃন্দাবনে। গোকুলে আইলে পুকু দিন অবসানে ॥ মুকুলী মধুর রব লহু লহু রায় । ( ১ ) চৌদিগে বালকগণ বেঢ়ি গুণ গাষ । পথে পথে ব্ৰজবধু রহিয়া তখনে । এমত মুন্দর মুখ করে নিরীক্ষণে ॥ ধন্য ধন্ত পুণ্যতম রমণীমণ্ডল । এমত শ্ৰীমুখ তারা দেখে নিরস্তর। এই মত শত শত পুরনারীগণে । প্রেমভাবে কৃষ্ণকথা কহে স্থানে স্থানে ॥ পুত্রের মহিমা যশ মাতা পিতা শুনি । শোকেতে ব্যাকুল হেল তত্ত্ব নাহি জানি ॥ হেনকালে মনে কেলা ত্ৰিদশ-ঈশ্বর । শীঘ্ৰ করি মারি রিপু বিলম্বে কি ফল । যুদ্ধবিশারদ তাল বাহুযুদ্ধ জানে। রাম কৃষ্ণ বাহুযুদ্ধ করখে বিধানে ॥ চাণুর মুষ্টিক দুই বলেতে প্রখর । বাজিল তুমুল রণ দেখি ভয়ঙ্কর। চলন চরণ-কর-তাড়ন বিশাল । ( ২ ) অঙ্গে অবঘাত ম্বেন বঞ্জের প্রহায় ॥ ভাঙ্গিল দুহার অঙ্গ নাহি পরকাশ । টুটিল দুইরে বল অন্তরে তরাল। দুরন্ত চাপুর মুষ্টি করি দুই করে। মুটকি মারিল কৃষ্ণের বুকের উপরে। না চলিল কৃষ্ণ তার মুষ্টির প্রহরে। মত্তগজ অঙ্গে যেন পুপমালা পড়ে। ছেনকালে প্রভু করে কোন পরকায়। দুই বাহু ধরিয়া ভ্রমাইল সাতবার। ভূমিতলে পেলিয়া ঘষিল দৃঢ় করি। পড়িল চাণুর বীর নিজ প্রাণ ছাড়ি । এইরূপে মুষ্টিকে মারিল বলরাম। পড়িল দুহার অঙ্গ পৰ্ব্বত সমান ॥ তবে কুট নামে বীর আইল ভয়ঙ্কর। মুষ্টির প্রহারে তারে মাল্য হলধর ॥ পাঠান্ডর,— "মুকলি মধুরব অধরে বাজায়” । ( ২ ) পাঠাত্তর,— "চালন পাতন করতাড়ল বিশাল ।