পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*も জামাজিগে আজ্ঞাপালক দেখিয়া । করিবেন কৃপা সন্তোষ পাইয়। আপনি না গিয়া স্বয়ং তথাকারে । সমপিয়া যেই সন্দেশ আমারে। শ্রীব্রজধামেতে করিলা প্রেরণ। কহিলাম আমি সকল বচন ॥ তথাহি কুষ্ণসন্দেশ: ( ভা: ১•।৪৭২৯ )— ভবতীনাং বিয়োগো মে নহি সৰ্ব্বাত্মনা কচিং । যথ ভূতানি ভূতেষু খং বায়গ্নিজ লং মহী । তথাহঞ্চ মনঃ প্রাশবুদ্ধপ্রিয়গুণাশ্ৰয়: ইতি তব জ্ঞানমিশ্র এসব বচন । শুনি শ্রীরাধিকা-আদি গোপীগণ । নিরাশা হইয়া তব আগমনে । হতপ্রায় হৈল যত ব্ৰজজনে ॥ সাক্ষাতে র্তাদের দেখি সে প্রকার। অতি দুঃখি-মন হইল আমার ॥ “অবশু শ্রীকৃষ্ণ আনিব এথায়।’ এই ত প্রতিজ্ঞা করিয়া তথায় । বহুযত্নে প্রাণ তাদের রক্ষিয়া । আইলাম তব নিকটে ধাইয়া ॥ তুমিহ তথাপি স্বয়ং নাহি গিয়া । বলদেবে পুন দিলে পাঠাইয়া ॥ মম-আগমন-পরে দুঃখি-চিত্ত। ব্যাকুলিত তব প্রাপ্তির নিমিত্ত । পরিত্যজ সব বিষয়ের ভোগ । যে অবস্থা হৈল তাছাদের যোগ ॥ নিজাগ্রজে তাহা করহ জিজ্ঞাসা । কহিবারে আমি না পারি সে ভাষা ॥ এত শুনি কৃষ্ণ ব্রজের বিচ্ছেদে । হইলেন মগ্ন সিন্ধুতুল্য-খেদে ৷ তা দেখি দৈবকী-রুক্সিণ্যাদি সবে । অবনত-স্নানমুখ কাব্দে তবে ॥ কৃষ্ণ যাবে ব্রজে,—বিরহে তাহার। ভাবে মনে—লাহি বাচিবেক আর ॥ কৃষ্ণচন্দ্র অতি স্বকোমল-মল । সক্ষেহে তাদের দেখিয়া বদন ॥ ন হইলা শক্ত সন্ত ত্যজিবারে । ব্যগ্রচিত্ত কিছু নারে কহিবারে। লিখিবারে তবে পত্র আশ্বাসন। একখণ্ড-পত্র মসীর যাচন ॥ সঙ্কেত-স্বারেতে করেন তখন । এইরূপ পত্র করিতে লিখন ॥ क्षैभडांगंरुड যখt (বৃহদ্ভাগবতামৃত ৬। ৭৬)– প্রস্ততাৰ্থ সমাধায়াত্রত্যানাশ্বাস্ত বান্ধবান। এবোইহমাগতপ্রায় ইতি জানীত মৎপ্রিয়া: • । উপস্থিত প্রয়োজন আছে যাহা । কথঞ্চিৎ করি সমাধান তাহা । দ্বারকনিবাসী যত বন্ধুজন। যাদবাদি সবা করি আশ্বাসন ॥ এই আমি তথা সমাগতপ্রায়। হে মৎপ্রিয়া ! ইহা জানিৰে বিধায়। এইরূপ প্রেমপত্র আশ্বাসন। ব্রজমধ্যে কৃষ্ণ করিতে প্রেষণ ॥ স্বহস্তেতে তাহা করিলা লিখন । লে কেবল গাঢ়-প্রতীতি-কারণ ॥ পত্র-প্রস্থাপন-মাত্র কৃষ্ণেহিত । অভিপ্রায়ে জানি উদ্ধব নিশ্চিত ॥ ব্রজবাসিজন-মনোভিজবর। অত্যন্ত ৰেদনা পাইল অন্তর ॥ অতএব করি উদ্ধব রোদন। শপথপ্রদালে কহেন তখন— পরম মধুর অতি মনোহর । তব পাদপদ্মযুগল মুন্দর ॥ কুদাবনে শুভ প্রয়াণ ব্যতীত । প্রেমপত্রাদিক হইলে প্রেরিত ॥ না বাচিৰে কোনপ্রকারে নিশ্চিত । নাহি ইচ্ছে অন্ত কিছু কদাচিত ॥ ইহা আমি করিলাম মুনির্ণয় । জান প্রভো । ইহা কহিছু নিশ্চয়। এত শুনি কংসমাতা সে কুমতি । মাথা হেলাইয়া হাস্ত করি অতি ॥ কহে হংকারিয়া—বুঝিল-বুঝিল । নিবুদ্ধে দৈবকি ! বৃত্তাস্ত যে ছিল। শ্রীনন্দাদ্যা চির গোরস দিলেন। উদ্ধবেরে বশীভূত করিলেন । তাহার সাহাযো পুত্রেয়ে তোমার । আনাইয়া গো লেতে পুনৰ্ব্বার। অতি ভয়ানক স্বদুৰ্গম বনে। ব্যাভ্রাদি-লেবিত কণ্টক-বললে । নিজ পশুসব করাবে রক্ষণ । এ ইচ্ছা করিল ধূৰ্ত্ত গোপগণ ॥ এ কুৎসিত ৰাক্য শুনিয়া তাহার। রামমাতা—প্রিয়সর্থী যশোদার।