পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তার সহ আমি কেনে করিৰ বিৰদি। কোটি কল্পে না ঘুচে ঈশ্বর-অপরাধ ॥ তবে অকুরের ঠাঞি কৈলা নিবেদন। শুনিঞা অকুর তবে কি বোলে বচন ॥ হুরি হরি হেন বাণী কহিতে যুয়ায়। ঈশ্বরের সনে কেবা বিবাদ বাঢ়ায় । সৃষ্টি স্থিতি প্রলয় লীলায় হয়ে বার। যার মায়া ব্ৰহ্মা নাহি পারে জানিবার। সপ্ত বৎসরের শিশু পৰ্ব্বত তুলিয়া । সপ্ত দিন রছে এক হস্তেতে ধরিয়া ॥ ছাওয়াল তুলিয়া যেন তোলে ছাতিয়ানা। তার সনে বিবাদ করিব কোন জনা ॥ সে দেব চরণে মোর রহ নমস্কার । অনন্ত ব্ৰহ্মাণ্ডপতি অনন্ত-বিহার ॥ তবে শতধন্বা ৰীর কোন কৰ্ম্ম কৈল । অকুরের স্বানে গঞা মণি সমৰ্পিল । শতেক যোজনগামী ঘোড়ায় চঢ়িয়া । যায় শতধন্বা বীর ত্বরিতে পলায়া ॥ গরুড়-লাঞ্ছল রথে করি আরোহণ । তাব পাছে খেয়া যায় প্লাম জনর্দিস । মনোজব চারি ঘোড়া শীঘ্ৰগতি যার । রথখান চলে যেন পবন-সঞ্চার। শতধন্বা গেল যদি শতেক-প্রহর । ঘোড়া পড়ি মৈল তবে বনের ভিতর ॥ মিথিলার উপবনে ঘোড়াকে তেজিয় । ইাটিয়া পলায় বলে মনে ভয় পেয়া ॥ থরতর মহাচক্ৰ নিজ করে ধরি । রথ হতে আপনি নাছিল৷ শ্ৰীহরি ॥ চক্রে শির কাটিয়া বসন বিচারিল। বন্ধের ভিতরে তার মণি না পাইল। তবে কৃষ্ণ গিয়া কহে বলভদ্র-স্থানে । মিথ্য যে শতধম্বা বধিলু পরাণে ॥ মণি তার স্থানে নাহি চাহিলু বিচারি। তবে রাম কহিলা কিঞ্চিৎ ক্রোধ করি । না জানি কাহার স্থানে মণিরাজ থ্যা। শতধৰ আইল এথা মনে ভয় পায়া। তথা গিয়া মণি চাহ যাহ নিজপূরে। আমি কথোদিন রহি বিদেহ-নগরে ৷ দেখিতে আমার ইচ্ছা মিথিলা নগরী। তুমি রথে চঢ়ি কৃষ্ণ যাই নিজপুরী। এতেক বচন কহি হলধর রায় । মিথিলা প্রবেশ করি রাজপুরে যায়। শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী 85°C) দেখিয়া জনক রাজা হরষিত মনে । পাদ্য অর্থ্য দিয়া রামে পূজিল বিধানে । দিব্য গন্ধ মাল্য দিয়া বসন ভূষণ । পূজিল জনক রাজা রামের চরণ ॥ কথোদিন তথাতে রছিলা বলরাম । জনকের পারিতি করিলা অবিরাম। তৰে সুযোধন গেলা মিথিলানগরে ৷ পূজিলা জনক রাজা পরম আদরে। গদা শিক্ষা কৈলা রাজা বলভদ্র স্থানে। কৌতুকে রছিলা রাম ইষ্ট সম্ভাষণে । কৃষ্ণ উত্তরিল গিয়া দ্বারব। ভুবনে। কহিল সকল কথা লোক বিদ্যমানে ॥ সত্যভামা দেবী সম্ভাষিয়া যদুবর। পোড়াইল নঞা সন্ত্রাজিত কলেবর ॥ বন্ধুগণ দিয়া পরলোকে সমুচিত। করায় সকল কৰ্ম্ম বিধানবিহিত ॥ শতধন্বা বধ কৈলা প্ৰভু চক্রপাণি । কৃতধৰ্ম্ম অকুরে শুনিলা হেন বাণী ॥ তয় পায় তারা পালাইল দুইজনে । স্বারকা ছাড়িয়া গেলা জ্বরিত গমনে ॥ হেনকালে দ্বারকাতে হইল উৎপাত। ভূমিকম্প দুৰ্ভিক্ষ অরিঃ বজ্রপাত। দ্বারকা তেজিয়া যদি অক্রুর চলিল । বহুবিধ উতপাত দ্বারকায় হৈল ॥ না জানিয়া কহে কেহো হেন মনে গণে । তারা সব কৃষ্ণের মহিমা নাছি জানে ॥ যার নাম শ্রবণে অশেষ বিঘ্ন হরে। হেন প্রভূ বৈসে যথা যোগ-যোগেশ্বরে। হেন কি তাঙ্গতে ঘটে অরিষ্ট সঞ্চার। না বুঝির কেহ কেহ করে অঙ্গীকার ॥ অনাবৃষ্টি পুরুবে আলি কাশীপুরে । শ্বফল্ক আনিঞা কস্তা দিল কাশীশ্বরে ॥ ভবে কাশীপুরে হৈল মেঘ-বরিষণ। তার পুত্র অক্রুর বৈষ্ণব মহাজন ॥ যথাতে অঙ্কুর থাকে মাহি উতপাত । দুর্ভিক্ষ অরিষ্ঠ নহে না হয় নির্ঘাত ॥ (১) এইরূপে বৃদ্ধগণে বলে অমৃক্ষণ । পরমার্থ নহে কিছু সে সব কারণ ॥ বৃদ্ধগণ বচন শুনিঞা বন্ধুরায়। যতন করিয়া তবে অকুরে আনায়। (১) পাঠান্তর,→নহে বিয়পাত"