পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$b'3 তবে অকুরের সনে করি সম্ভাষণে । কুশল জিজ্ঞাসা কৈলা বিনয় বচনে ॥ হাথাহাৰি করিয়া কহিল প্রিয় কথা । জানিএtছ জিজ্ঞাসিল সৰ্ব্ব চিত্তজ্ঞাত ॥ শতধন্বা মণি থইল তোমা বিদ্যমানে। পুরুবেই আমি তাহ নি ভাল মনে । অলপত্য হয়্যা দৈবে মেল সত্রাজিত । কভার পুজের ছয় দ্যাস সমুচিত ॥ তথাপি আমার তাথে নাছি কিছু দায় । আমার অগ্রজ ভাই প্ৰতীভ ম যায়। খসার্য দেখছি মণি লোক-বিদ্যমানে । জাম্বুক ইহার মৰ্ম্ম সৰ্ব্ব পুরজনে ॥ কাঞ্চন নিৰ্ম্মিত বেদি কাঞ্চলের ঘরে । মণির প্রসাদে যজ্ঞ কর নিরস্তরে ॥ হস্তে করি সকলে দেখাহ তুমি মণি । ভ্রাতা বলরামে যেন রহে তত্ত্ব জানি ॥ শুনিএা অকুর মনে বড় পাইল লাজ । কেঁচা হৈতে খসায়্যা দেখায় মণিরাজ ॥ সূৰ্য্যসম তেজ মণি দিল কৃষ্ণহাতে । শ্ৰীমদ্ভাগবত হস্তে করি মণি দেখাইল জগন্নাথে ॥ আপনার অপযশ করিয়া খণ্ডনে । পুনরপি দিলা মণি অক্রুরের স্থামে। অর্থ হৈতে অনর্থ দেখায় ভগৰান । অর্থে হৈতে কারো কভু না হয় কল্যাণ ॥ কৃষ্ণ হৈয়া দুঃখ পাইলা অর্থের কারণে । এ ৰোল বুঝিয়া অর্থ তেজে বুধজনে ॥ আপনে করিয়া কৰ্ম্ম লোকেরে বুঝায় । অর্থের কারণে লোক এত দুঃখ পায় । পুত্ৰ হৈতে নহে কাব্যে মুখ উপাদান। প্রস্থায়হরণে দেখাইলা ভগবান। অর্থ হৈতে অলৰ্থ দেখায় মপিছলে । লোক বুঝাইতে প্ৰভু হেন কৰ্ম্ম করে। অশেষ ছুরিত হরে মণি-উপাখ্যান । কৃষ্ণের মহিমা বীৰ্য্য যাথে উপাদান ॥ শুনে বা শুনায় যেবা করয়ে স্মরণ । অশেষ দুরিত হরে দুৰ্যশ থগুন । হরিতক্তি হয় তার বিষ্ণুপদে বাস। ভাগবত- আচাৰ্য্যের প্রবন্ধ প্রকাশ । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং ৰৈয়াসিক্যtং দশমস্বন্ধে সপ্তপঞ্চাশেt২ধ্যায়ঃ ॥৫৭ জাষ্ট্রপঞ্চাশ অধ্যায় । মুনি বঙ্গে অদভূত কহিব কাহিণী ॥ সাবধানে শুন রাজা কৃষ্ণ গুণ-বাণী ॥ পোড়া গেল পাণ্ডব জানিল সৰ্ব্বজনে । পুনরপি আইল তারা দ্রুপদ ভবনে ॥ ৰন্ধুগণ সছে তথা হৈল দরশনে । ইজপ্রস্থে গেলা কৃষ্ণ তাহার কারণে ॥ মরা পাওবের পুস্থ আগমন শুনি । ইঙ্গপ্রস্থে দেখিতে চলিলা যদুমণি ॥ অখিল ভূবনপতি কৈল৷ আগমন । বার্তা পায়া ত্বরিতে উঠিল বীরগণ । জাগু বাড়ি দুরে গিয়া কৈল সম্ভাবণ । পূজিয়া আনিল ঘরে দিয়া আলিঙ্গন ॥ অঙ্গস্পর্শে সকল ছুরিত গেল দূর । বাঢ়িল আনন্দ-রল-তরল প্রচুর। মল্লার রাগ । যুধিষ্ঠিরচরণ বন্দিয়া প্রভু হরি। ভীমের চরণে তবে নমস্কার করি। কোলাকুলি কৈলা তবে অৰ্জুনের সছে । ৰীরগণে কৃষ্ণচন্দ্র পুণ্ডি লা উৎসাহে ॥ সহদেব নকুল করিয়া পরণাম । পূজিয়া চরণপদ্মে কৈলা প্রণিধান । মন্দিরে বসিলা হরি কনক আসনে । দ্রৌপদী আসিয়া তবে কৈলা সম্ভাষণে ॥ সাত্যকি পূজিয়া তবে কৃষ্ণ-অল্পচর । পুজিল সকল সেন্স বিধান কুশল । কুন্তী সম্ভাষিয়া কৈল চরণ-বন্দন । একে একে কৈল কৃষ্ণ ইষ্ট সম্ভাষণ । কুন্তী কিছু কহে প্রেমে গদগদ বাণী । পূৰ্ব্ব দুঃখ স্মঙরিয়া চক্ষে পড়ে পানী।