পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্মুখে যমুনা দেখি মত্ত বলরাম । ডাকিয়া বুলিল নদী আইল সন্নিধান ॥ রামের বচনে নদী না কৈল আদর । ক্রোধে তবে লাঙ্গল তুলিলা হলধর ॥ আরে রে পাপিনি মোরে কৈলি অবজ্ঞান । লাঙ্গলে বিন্ধিয়া তোরে করি শতখান ॥ এ ষোল শুনিঞা ভয়ে স্বৰ্য্যের কুমারী । চরণে পড়িল আসি দণ্ডবত করি। রাম রাম মহাভুজ ত্রিভুবন-গতি । না জানি তোমার তত্ত্ব মুঞি হীনমতি । এক অংশে ধরে যার ধরণীমণ্ডল । কে তার ও নিব তত্ত্ব ব্রহ্মা-অগোচর । (১) ছড়ি ছাড় প্রাণনাথ প্রপন্ন-পালন । তবে বলরাম তারে হৈলা পরসন্ন ॥ জলকেলি করে রাম যমুনার জলে । ভল ছিটাছিটি করে রমণীমণ্ডলে। ( ১ ) পাঠাস্তর—"ব্রহ্মাওভিতর" । শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী @ e 3 বিহরিয়া উঠে তবে বলভদ্র রায়। লক্ষ্মীদেবী দিব্য মালা আনিএ যোগায় ॥ বহুবিধ বসন ভূষণ দিব্য গন্ধ। দেখিয়া রামের হৈল পরম আনন্দ ॥ নীল বস্ত্র পরি রাম দিব্য মণিমালা। গজীগণ সঙ্গে যেন মত্ত গজ-খেলা ॥ দিব্য গন্ধ পরি অব ভূষিল ভূষণে । রূপার পর্বত যেন জড়িত কাঞ্চনে ॥ হেনরূপ কৈল রাম বিচিত্র বিহার । জগতে রহিল যশ বড় চমৎকার । টান দিয়া যমুনা অনিল বলরাম । এখনে রামের যশ আছে বিদ্যমান ॥ এইরূপে রাসকেলি করে হলধরে। রমণীমণ্ডলে রাম আনন্দে বিহরে ॥ ভাগবত-আচায্যের মধুরস-ভাষা । রামগুণ শুন ভাই রামে ধর আশা । (২) ( 2 ) "কুষ্ণে মন ধব সবে ত্যজিয়া দ্বরাশা" । -->ां★ांखुद्र ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যtং দশমস্বন্ধে পঞ্চষষ্টিতমোহধ্যায়: ॥৬৫ -- স্কট সৃষ্টিতয় অধ্যTয় । বেলেয়ার রাগ । করূষ রাজ্যের রাজা আছিল দুৰ্ম্মতি । বাসুদেব নাম ধরে দুষ্টগণপতি ॥ নিজগণে বঢ়ায় তাহার অহঙ্কার। আপনে বোলয়ে আমি কৃষ্ণ-অবতার । দূত পাঠাইয়া দিল দ্বারক ভূবনে । উভরিল গিয়া দূত কৃষ্ণ-বিদ্যমানে। বিচিত্র মন্দির দিব্য সভার ভিতর। বসিয়া আছেন হেম-খাট,ার ভিতর। কমললোচল কৃষ্ণে দেখিয়া নয়লে । ডাকিয়া কি বলে দূত রাজার বচনে ॥ বাসুদেব আমি সবে কেহ নাহি আর । লোক-পরিত্রাণ-হেতু কৈলু অবতার। তুমি কৃষ্ণ আপনার মিথ্যা নাম তেজ । কৃষ্ণ-চিহ্ন তেজিয়া আমাকে আলি ভজ ॥ আমার শরণ লয়্যা রহ গিয়া মুখে । নহে যুদ্ধ দেহ যেন দেখে সৰ্ব্বলোকে ॥ শুনিএ দুষ্টের দুষ্ট বচন প্রকাশ । সভাসদে উপজিল হাস পরিহাস ॥ হাসিয়া আপনে বলে প্ৰভু ভগবান। কহ গিয়া দূত তোমার রাজা-বিদ্যমান। (১) যে চিহ ধরিয়া করে এত বড় গৰ্ব্ব । সে চিহ্ন ঘুচায়া তার খণ্ডাইব দৰ্প ॥ রণভূমি-মাঝে তারে করাব শয়ন । শৃগাল কুকুরে যেন করয়ে ভক্ষণ ॥ শুনি দুরাচার দূত কৃষ্ণের বচন । _কহিল স্বামীর আগে সব বিবরণ। ( * ) *ां*ांस्छद्र ,"কহ গিয়া দূত তুমি আমার বচন" ।