পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e 8 তবে কৃষ্ণ রথে চঢ়ি পুরুষ-কেশরী । বারাণসীপুরে প্রভু গেলেন শ্ৰীহরি। শুনিএ পৌণ্ডক রাজা কৃষ্ণ আগমন । বাছিয়া বাছিয়া কৈল সৈন্তের সাজন দুই অক্ষৌহিণী সেনা সাজিয়" যুঝার । ত্বরিতে চলিল রাজা যুদ্ধ করিবার ॥ কাশীরাজ তার মিত্র হৈলা আগুলার । তিন অক্ষৌহিণী সেনা করি পাটোস্কার। দেপাদেখি বলাবলি বাজিল সমর। অস্ত্রে অস্ত্রে কাটাকাটি রণ ভয়ঙ্কর ॥ শূলে শূলে বিন্ধবিন্ধি মুঘলে মুদগরে । বাজিল সংগ্রাম খণ্ডগ পরিঘ তোমরে ॥ তবে কৃষ্ণ দেখিল পৌণ্ডক মতিনাশ । শ্ৰীবৎস লাঞ্ছন ধরে পরে পাতবাস । শঙ্খ-চক্র-গদা-পদ্ম শোভে চারি করে । তা দেখিয়া ক্রোধ কৈল প্ৰভু গদাধরে । কাটিল সকল সেন্স ভীষ্ম চক্রবণে । গদার প্রহারে সৈন্স নিপাতনে ॥ (১) ভূমিতলে পড়িয়া লোটায় বীর-মুণ্ড । কত কোটি রথ কত কোটি গজ-গুণ্ড । কত কোটি লো য় বীরের কলেবর। কত কোটি কোটি ঘোড়া মeিষ কুঞ্জর । দীপ্ত করে রণভূমি দেখি ভয়ম্বর। হেন মহারণ হেল পুথিবী-ভিতর ॥ কাটিয়া দুহার সৈন্ত প্ৰভু চক্ৰপাণি। গভীর শবদ করি বলে কোণ বাণী ॥ শুন শুন আরে রে পৌণ্ডক দ্বরাচার। দৃত-মুখে মহিমা কহিলি আপনার ॥ মিথ্যা নাম ধরিয়া ডাকিল অতিশয় । তার শাস্তি করে৷ আজি আরে মতিক্ষয় ॥ নহে বা রাখহ প্রাণ পশিয়া শয়ণ । লহে বেটা মোর সনে করসিয়া রণ ॥ এতেক বচন বুলি প্রভু যদুরায় । রখে হৈতে টান দিয়া পৌণ্ডক নাম্বায়। চক্রে মাথা কাটিয়া ফেলিল ভূমিতলে । বজে যেন পৰ্ব্বত কাটিয়। পুরন্দরে ॥ তবে কাশীরাজ-শির কাটিলা ফেলিল । কাশীপুরে গিয়া মাথ উড়িয়া পড়িল । সগণে পৌণ্ডক মারি দেব শিরোমণি। দ্বারকা প্রবেশ কৈলা পৰ্ভু চক্ৰপাণি ॥ ( ১ ) পাঠাস্তর,— Tরখ হয় গজ পড়ি পদাতিকগণে । - শ্ৰীমদ্ভাগবত সিদ্ধ বিদ্যাধরগণে নিজ গুণ গtয় । দ্বারকা প্রবেশ কৈলা প্রভু যদুরায় ॥ ধরিল পৌণ্ডক রাজা নারায়ণ-বেশ । ধ্যানযোগে সতত চিন্তিপ হৃষীকেশ ॥ বৈরিভাবে কৃষ্ণে ধ্যান কৈল নিরস্তর। কৃষ্ণময় হৈল রাজা তেজি কলেৰয় ॥ উড়িয়া পড়িল মাথা পুরীর ভিতরে। একি একি বুলি লোক বেঢ়িল সত্বরে ॥ চিলিঞা রাজার মাথা কান্দে পুরজন । মহাদেবীগণ কান্দে পাত্রে মিত্ৰগণ ॥ হা নাথ হা নাথ তাত কৈলে কোন কৰ্ম্ম । ঈশ্বর লঙ্ঘন কৈলে না জানিএা মৰ্ম্ম ॥ আছিল তাহার পুত্র সুদক্ষিণ নামে । বীপের মরণ দেখি ক্রোধ কৈল মনে ॥ পরলোক-কৰ্ম্ম কৈ৮ বধি অনুসারে। প্রতিজ্ঞা করিয়া গে০ণ শঙ্কর-মন্দিরে ॥ শুধিব বাপের ধার এই আছে মনে । প্রতিজ্ঞা করিফ গলা শিষ-সন্নিধানে ॥ শুরু ১ হে করে বীর শির আরাধন । সমাধি করিয়া শিব চিন্তে অদ্ভূক্ষণ ॥ তবে তুষ্ট হয়্যা বর দিলা মহেশ্বর। সুদক্ষিণ বলে নাথ শা িএই বর ॥ মারিব বাপের রিপু হেন অr: মনে । এই বর দেই শিব মাগিলু চরণে ॥ শিব বলে শুন বীর তামাব বচন । দক্ষিণ আগুনি তুমি এ আরাধন। ব্রাহ্মণ সহিত যজ্ঞ কব অভিচার । সেই যজ্ঞে ইঃসিদ্ধ করিব তোমার । কিন্তু বীর কহিএ তোমারে উপদেশ । ব্রাহ্মণ ভকত জনে না করিহ দ্বেষ ॥ তবে বৃত্য হৈব সব সফল তোমার ॥ এ বোল শুনিয়া কল্প যজ্ঞ অতিচার। অতিচার যজ্ঞ তবে কৈল মুদক্ষিণে । প্রদক্ষিণ করে বার বেঢ়িয়া আগুনে ॥ হেনকালে কুণ্ড হৈতে হয়্যা মূৰ্ত্তিমান । উঠিল পুরুষ এক অগ্নির সমান ॥ প্রতপ্ত তাম্রের বর্ণ ধরে দাড়ি চুল। অঙ্গার উগারে আঁখি শবদ নিষ্ঠুর ॥ বিকট দশন মুখ ক্রফুটি কুটিল। তিন গোট শিখ ধরে জলন্ত শরীর ॥ তিন গোটা শির ধরে জলস্ত আগুনি । পদতরে মহাৰীর কঁপিায় মেদিনী ।