পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চলিল রথের আগে ঘোড়া আলোয়ার। দুই পাশে মহাসেন কৈলা পাটোয়ার ॥ মত্ত গজগণ পাছে করিল যোগান ! মহাভট মহারথ কৈল আগুয়ান ॥ শঙ্খ ভেরী মৃদঙ্গ শবদ কোলাহল । চৌদিগ ভরিয়া হৈল আনন্দ মঙ্গল। নরযান খরযান কাঞ্চন বিমানে । চলিলা মহিষীগণ আনন্দ বিধানে । সপুত্র বান্ধবে দেৰীগণ আগে যায়। চৌদিগে বেঢ়িয়া মহাভটগণ ধায় । দিব্যবেশ বেশু্যাগণ ধরিল যোগান । পুরনারীগণ যায় হয়্যা আগুয়ান ॥ অম্বর নিৰ্ম্মিত ঘর কম্বলনিৰ্ম্মাণ । শিল্পিগণে কৈল গিয়া পুরীর বিধান ॥ বিচিত্র পতাকা উড়ে ছত্র ধ্বজ বানা। কোটি কোটি রথ গঞ্জ কোটি কোটি সেনা । কৃষ্ণের চরণে মুনি করিয়া প্রণাম । নীরদ চলিয়া গেলা হয়্যা অস্তদ্ধান ॥ রাজদূতে প্ৰবোধিয়া বলেন শ্ৰীহরি । ভয় পরিহর দূত জরাসন্ধ করি । জরাসন্ধে মারিয়া আনিব রূপগণ । কহ গিয়া দূত তুমি এই বিবরণ ॥ প্ৰণাম করিয়া দূত সত্বরে চলিল । সৃপগণ-বিদ্যমানে সকল কছিল। কৃষ্ণ দরশন হৈব বন্ধ-বিমোচন । আনন্দিত হয়্যা সব রহে সৃপগণ ॥ চতুরঙ্গ সেনা সাজি চলিল ঐহরি। আনৰ্ব গৌবীর মক্ৰদেশ গেল তরি । নদনদী পৰ্ব্বত তরিয়া নানা দেশ । কুরুক্ষেত্র তরিয়া চলিল হৃষীকেশ। দৃশদ্বতী তরিল তরিল সরস্বতী। তরিয়া পঞ্চাল দেশ গেলা যদুপতি। ইন্দ্রপ্রস্থে গেলা প্ৰভু মৎস্তদেশ তরি। বাহ উপবনে গিয়া রহিলা শ্ৰীহরি ॥ কৃষ্ণ-আগমন শুনি রাজা যুধিষ্ঠির । ৰাহ পাসরিল রাজা পুলক শরীর ॥ ভীম অর্জুনের হৈল হরবিত চিত্তসহদেব নকুল শুনিএ আনন্দিত । কৃষ্ণ-আগুসারে রাজা চলিলা ত্বরিতে। পাত্র মিত্র পুরোহিত সামন্ত সহিতে ॥ वहविष बुठा नैठ बांजन-गणल । खज्ञ छब्र cवण८षांव अंक ८१iणfहण ॥ শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী (? Ogł দেখিয়া সাক্ষাতে কৃষ্ণ ধৰ্ম্মের নন্দন । ভূজপাশে ধরি রাজা দিল আলিঙ্গন ॥ মজিল ধৰ্ম্মের পুত্র আনন্দলাগরে। বাহ পাশরিল রাজা শরীর না ধরে। আলিঙ্গন দিয়৷ ভীম আনন্দে মজিল। কোল দিয়া অৰ্জুনে সকল বিসরিল ॥ সহদেব নকুলের হরল গেয়ান। পঞ্চ পাণ্ডবের নাহি বাহ অবধান। অৰ্জুনের সঙ্গে কৃষ্ণ কৈলা অঙ্গসঙ্গ । সহদেব নকুল বন্দিল পদদ্বন্দ্ব ॥ বৃদ্ধ মান্ত দ্বিজগণ কৈল নমস্কার। কুশল বচনে কৈল লোক পুরস্কায় । স্থত মাগধ গায় কুষ্ণের মহিমা । উচ্চনাদে ভট্টগণে পঢ়য়ে ভটিমা। শঙ্খ ভেরী মৃদঙ্গ বিবিধ বাদ্য বাজে। প্রভূর চৌদ্বিগ ভরি বন্ধুগণ সাজে । বহুবিধ বৃত্য গীত চলন মুলার। আগে পাছে মহাবীরগণ পাটোয়ার। পুরু-পরবেশ কৈলা ত্ৰিজগতরায় । বেদমথ পড়িয়া ব্রাহ্মণে গুণ গায় ॥ পুর পথে রাজপথে চন্দনের ছড়া । ফলকে ফলকে চলে নানা বর্ণের ঘোড়া । মত্তগজ মদজলে উঠিল কর্দম। রতন তোরণগণে দেখি মনোরম ৷ সারি সারি তেমকুম্ভ রম্ভ আরোপণ । প্রবাল-তণ্ডুল-ফল পুষ্প-বরিষণ । ছত্র ধ্বজ পতাকা বিবিধ বানা উড়ে । বিচিত্র বিতান জাল প্রতি ঘরে ঘরে ॥ দিব্যদেশ নরনারী পুর বিরাজিত । প্রতি ঘরে ধুপ দীপ বিতান মণ্ডিত ॥ মণিময় দীপগণ দিনমণি-আভা । হেম ঘটে মণি ঘটে সারি সারি শোভা ॥ হেন পুরে উত্তরিলা দৈবকীনন্দন । সুখময় লাগরে মজিল পুরজন। কৃষ্ণ আগমন শুনি পুরনারীগণে । গৃহকৰ্ম্ম পাসরিল কৃষ্ণ দরশনে ॥ কেছ পতি কোলে করি আছিল শয়নে । কেহ অঙ্গ মারজন মর্জন ভোজনে ॥ সেইক্ষণে সকল তেজিয়া পুরনারী। আনন্দে চলিলা কৃষ্ণপদে মন ধরি। ঘরের উপরে কেহ করি আরোহণ। কৃষ্ণের উপরে করে পুষ্প বরিবণ।