পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

טל d প্রবাল তণ্ডুল ফল বিললিত মালা । লাজা-বরিষণ হয় মলয়জ ধারা ॥ লজ্জা পরিহরি করে কুশল জিজ্ঞাসা । স্বাগত বচনে করে অতীত ( ১ ) সম্ভাষা। কৃষ্ণপত্নীগণ দেখি বলে পুরনারী। এ সতে লভিল কৃষ্ণে কোন পুণ্য করি ॥ পুরুষশেখর রুষ কমলানিবাস । তাহার শ্ৰীমুখ দেখি নয়নবিলাস । এইরূপে যায় কৃষ্ণ পুর পরবেশি । পথে পথে কৃষ্ণ হেরে সর্ববলোকে আসি ॥ মঙ্গল ধরিয়া করে করে নিবেদন । প্রভুর পদারবিন্দ করিয়া ৰন্দন ॥ এইরূপে দেখে লেক নয়ন ভরিয়া । প্রভুর পদারবিন্দ হৃদয়ে ধরিয়া ॥ পুর-পরবেশ তবে করিলা শ্ৰীহরি । আননে পূরিল কুস্তী কুcষ্ণ কোলে করি । ত্রিভুবন নাথ হfস দেব দেবেখর } করে ধরি মিল রাজা পুরের ভিতর ॥ ( ১ ) পাঠ। স্তর'—“শুতিথ্য* । কি দিয়া পুজিব কুষ্ণ হৃদয় না ধরে । আনন্দে মজিয়া রাজা আপনা পাসরে ॥ কুম্ভীর চরণ কৃষ্ণ করিয়া বন্দন । সৰ্ব্ব গুরুপত্নীগণের বন্দিলা চরণ ॥ তৰে আদেশিলা কুন্তী দ্রৌপদীর তরে। কৃষ্ণপত্নীগণ যত পূজিলা সাদরে ॥ সত্যভামা রুক্মিণী কালিনী জাম্ববতী । মিত্রবিন্দী শৈবাদেবী আর লায়ঞ্জিতী । ষোড়শ সহস্র আর মহাদেবীগণে । একে একে সকল পূজিলা জনে । ধৰ্ম্মপুত্র যুধিষ্ঠির বিধিবিদাম্বর । দিৰ অন্নপানে লোক পূজিলা সকল । সসৈন্তে পুজিল কৃষ্ণ বিবিধ বিধানে। নব নব পারিতি বাঢ়য়ে দিনে দিনে ॥ পাণ্ডুপুত্রে পরিতি করিতে বনমালী । চারিমাস তথাতে রহিলা কৃপা করি ॥ অৰ্জুনের সঙ্গে প্ৰভু চঢ়ি দিব্য রথে । বিবিধ বিহার করি ফিরয়ে কৌতুকে । পণ্ডিতমুকুটমণি গদাধর জান। ভাগবত-আচাৰ্য্যের মধুরল গান ৷ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়ালিক]tং দশমস্কন্ধে একসপ্ততিতমোহুধায়: ॥৭১ ড়িঙ্গপ্তক্তিত্তম জার্ভ্যTয় | ঐরাগ । এক দিন সভামধ্যে বসি নরপতি । ভ্রাতৃ-মিত্র-বন্ধুগণ করিয়া সংহতি ॥ ব্রাহ্মণ ক্ষত্ৰিয় বৈশু কুলপুরোহিত । কুলবৃদ্ধ জ্ঞাতিগণ চৌদিগে বেষ্টিত । কৃষ্ণ সম্ভাষিয়া ব্লাঞ্জা বলে কোন বাণী । শুন হে গোবিন্দদেব লোকশিখামণি ॥ এই নিবেদেএ নাথ চরণ নিয়ড়ে। রাজস্বয় ষজ্ঞ করি ভঞ্জিব তোমারে ॥ নিজ ভৃত্য মুঞি নাথ করেীয় নিবেদন । (১) অজ্ঞ কর যজ্ঞ ষেম হয় সমাপন । (১) পাঠান্তর,— "মুঞি এবে নিজ সত্য কৈক্স নিবেদন ।" তোমার পাদুকাযুগ যে করে ধেয়ান । যেই জন কীৰ্ত্তন করয়ে অবিরাম ॥ ভারা সে লভিতে পারে অপবর্গ গতি । যদি বা সম্পদ বাছে লভে সৰ্ব্বসিদ্ধি । তোমার পদারবিন্দ-সেবা-অমৃভাব । দেখুক সকল লোকে অতুল প্রভাব। (১) যে ভজে তাছার হয় সৰ্ব্বত্র কল্যাণ । যে লা ভজে তার কক্ষু নহে পরিত্রাণ । দেখুক সকল লোক আশ্চর্য্যের সীমা । ভকত-জনের তুমি বাঢ়াও মহিমা ॥ (১ ) পাঠাস্তুর,— "প্রত্যক্ষ হউক সর তোমার প্রভাব" । ல்ேவிச்