পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তবে চতুৰ্দিগ দেখিয়া তখন। চুম্বনের সহ করি আলিঙ্গন । অপূৰ্ব্ব রাখার প্রেমের গরিমা । অনিৰ্ব্বচনীয়—নাছি যার সীমা ॥ যাহাতে শ্ৰীকৃষ্ণ হইয়া মোহিত । বাহশূন্ত—অতিশয় মুগ্ধচিত । প্রতিমা রাধার করিয়া স্পশন । ভ্রাস্তি তবু নাহি করিল গমন ॥ এইমতে কৃষ্ণ গো-গোপ-সহিত । অগ্ৰেতে গেলেন অতি মুগ্ধচিত ॥ ব্রজবেশ–পূৰ্ব্ব নহে দৃষ্টচর । অত্যস্ত আশ্চৰ্য্য মহা-মনোহর । মধুর-মুরলী-রবেতে অন্বিত । দেখিলেন যবে দৈবকী বিদিত ॥ স্নেহভরে তবে হইল বাহির । বৃদ্ধাবস্থাতেও স্তনে হৈতে ক্ষীর ॥ ঐরুক্মিণী, মিত্রবিন্দী, জাম্ববতী । সত্যা, ভদ্রা, আর লক্ষ্মণাদ্যা সতী ॥ দেখি ব্ৰজবেশ মহা-প্রেমোদয় । হইল, কখনো যাহা নাহি হয় । তাহে ধৈর্য্যহানি—কম্পাদি দেহেতে মোহিত হইয়া পড়িলা ভূমেতে ॥ পদ্মাবতী আর সত্যভামা পরে । মহামত্ত হৈলা কামবেগ-ভরে । মুহুমু হু আলিঙ্গনাস্থকরণ । করিলেন করি বাহুপ্রসারণ ॥ চুম্বাস্থকরণে অধরচালন । করি হরি ধরিবারে ধাবমান ॥ কালিন্দীপূৰ্ব্বেতে কৃষ্ণ-বস্তবেশে । দেখিয়াছিলেন ব্রজের লিবেশে । প্রাজ্ঞবরা তাহুে ধৈর্য্যাবলম্বন । করিয়া, সহিত উদ্ধব তখন ॥ সত্যতাম, আর বৃন্দারে প্রবোধে। বলে আকৰ্ষিয়া করিলা নিরোধে ॥ শ্রীগোবিন্দদেব গোচার-কারণে । তথা হৈতে অগ্রে করিলা গমনে ॥ লবণসমুদ্রে করি নিরীক্ষণ । তাহারে "যমুনা" মানিয়া তখন ॥ সেইস্থানে করি বিহার-কামনা । প্রমোদে হইলা ঔৎস্বকিত-মন ৷ মধুৰ্ব্বোচ্চ-স্বরে নিজসখাগণে । আহবান করেন শ্রীকৃষ্ণ তখনে— ॥ जैबोमडाँकयख কোথা গেলে সখা শ্ৰীদাম মুবল । স্তোককৃষ্ণাৰ্জুন হে মধুমঙ্গল । সবে আপনাৱা হৈয়ে ধাবমান । হৰ্ষেতে জরায় আইসহ এস্থান ॥ মধুর নির্শ্বল সুশীতল জল । বহয়ে যমুনা অতি স্ববিমল ৷ তাহে গাৰীগণে জল পীয়াইয়া। ভাপনারা অবগাহন করিয়া ॥ যথাস্বখে আজি করিব বিহার । সখীগণ নাহি বিলম্বন আর ॥ এইপ্রকারেতে গোগণ-সহিত । সমুদ্র-নিকটে হৈলা উপস্থিত। তরঙ্গের মহা কল্লোলমালার । মহাকোলাহল-বিশিষ্ট তাহার। তবে ইতস্তান্ত করি নিরীক্ষণ । সমুদ্রের তীরে প্রকট আপন ॥ করি মহাপুরী দ্বারকা দর্শন। বিস্মিত হইয়া আপনা-আপন । শ্রীকৃষ্ণ তখন কহেন বচন— ॥ কিবা ইহা সমুদ্রাদিক কি হয় । মহাপুরীযুক্ত ব্রজভূমি নয় ॥ তবে কোথা আমি আছিয়ে এখন । দ্বারকায় ?—ইহা নাছি লয় মন ॥ শ্রীনন্দনন্দন আমি কদাচন। ব্ৰজবিনাস্তরে না করি গমন ॥ তবে অম্ভ কেহ হইবেক এই ৷ কেব৷ আমি—নাহি বুঝি হেতু সেই॥ কিবা দ্বারকাতে রাজরাজেশ্বর । আত-বিলক্ষণ-বেশাদিক-পর। তাহা নহি আমি—এ যে বস্তবেশ । কেবা আমি—নাহি করিয়ে নিবেশ এইত প্রকার সহ চমৎকার । কহেন বিস্ময়ে কৃষ্ণ বারম্বার। মহাসিন্ধু আর পুরী সে আপন । পুনঃপুন ছেরি করে বিচারণ ॥ তবে বলরাম কহেন তাহারে । ব্ৰজপ্রেমে অনাৰেশ করিবারেওহে মম প্রভু শ্ৰীবৈকুণ্ঠেশ্বর 1 । আপনারে অম্বুলদ্ধান যে কয় ॥ ব্ৰহ্মাদিক-দেৰগণ-প্রার্থনায় । ভূভার-হরণে অবতীর্ণ তায় ॥ সত্য সে শ্রীনন্দলন্দন আপলে এ