পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তথাপিছ কিছু কহিয়ে বচনে ॥ বৈকুণ্ঠ হইতে আমার সহিত । যেহেতু আইলে—কর সম্পাদিত ॥ যদ্যপি আইলা গোলোক-হইতে । বৃন্দাবনে গৃঢ় প্রেম আস্বদিতে । সে তত্ত্ব কহিলে হবে মোহাপত্তি । পুনৰ্ব্বার সেই হইবে বিপত্তি ॥ একারণ রাম তাহা আচ্ছাদিয়া । কহেন তাহারে অন্যথা করিয়া ॥ শ্ৰীগোলোকেশ্বর-জাদিক বচন । না কহিলা রাম সেই যে কারণ ॥ দুষ্টের সংহার—শিষ্টের পালন । করহ হে প্ৰভু ! সব সম্পাদন ॥ ধৰ্ম্মরাজ পৈতৃম্বসেয় তোমার। এবে কর যজ্ঞ তাহার বিস্তার ॥ সাৰ্ব্বতেীমপতি রাজা যুধিষ্ঠির । যজ্ঞ করিবারে করিল মুস্থির ॥ মগবিক্রমেতে অনুশাস্ত্রাদির । কিন্তু ভয়যুক্ত আছে যুধিষ্ঠির । এমতে মধুর পরম কোমল । প্রেমবস ত্যাগ করাত্যে শ্ৰীবল ॥ রৌদ্ররসে ক্রোধ জন্মাইতে র্তার । কহেন কিঞ্চিৎ অন্তথা-প্রকার— । হস্তিনীতে গিয়া সহ যদুগণে । দুষ্ট দৈত্য সব করহ হননে ॥ বৈরতাতে তারা তব নিজজনে । বহুমত পীড়া দেয় অম্বুকণে । রসাস্তর নীয়া এই ত প্রকারে । নিজ অম্বুজের স্বাস্থ্য করিবারে ॥ যে কহিলা বলরাম নানামত । শুনি কৃষ্ণ হৈলা ভাৰাস্তর-গত ॥ ক্রুদ্ধ হৈয়া কৃষ্ণ কহেন তখন— । ওছে ভাই ! অঙ্কুশাস্বাদিকগণ ॥ বরাকেরো মধ্যে তারা নাহি ছয় । এক গিয়া আমি করি ইবে ক্ষয় ॥ আপনি প্রত্যয় কর এবচন । প্রতিজ্ঞা-সহিত করিল কথন ॥ এইমত প্রসঙ্গের সঙ্গতিতে। ত্যজিলেন প্রেমরসমগ্ন-চিতে ॥ भूयिष्ठ चांश इहेण ठथन । চতুর্দিকে মুহুঃ করি আলোকন। তবে যাদৰেজ দ্বারাৰতীশ্বর। बैतूक्ष्डो¥खज्राष्ट्रङ 48 আপনারে জানিলেন "পরেশ্বর" । প্রাসাদ-ভিতরে সুতিয়া ছিলেন । স্মরণ সকল বৃত্ত করিলেন। বংশী করস্থিতা—বন্তবেশ সার । দেখিলা নিজের অগ্রজের আর ॥ করিলা প্রয়াণ পুরীর বাহিরে। গো পালেন যেই সমুদ্রের তীরে। দেখি ভাবে—কোথা হৈতে বহুবেশ । কে রচিল, ইথে বিস্ময়নিবেশ ॥ ইহা সত্য, কি অসত্য স্বপ্ন-সম। পাইলেন তাথে সংশয় বিষম। তাহার কারণ হৃদয়ে ভাবিয়া । হাসিলেন অনুসন্ধান করিয়া ॥ তবে হলধর ঈষৎ হাসিয়া । হৃদয় প্রসন্ন কৃষ্ণের জানিয়া ॥ মোহ তার আর ব্ৰহ্মার উপায়ে । গরুড়ের দ্বারা বহিঃ প্রাপ্ত তায়ে ॥ কহিলেন রাম হেতু-সমন্বিত। শুনিয়া শ্ৰীকৃষ্ণ হইলা লজ্জিত। নিজ-জ্যেষ্ঠমুখ করিয়া লোকন । ঈষদ্ধাস্তযুক্ত হৈল শ্ৰীবদন ॥ তবে বলরাম সমুদ্রেতে নীয়া । স্বান করাইলা ধূলি ধোয়াইয়া ॥ সেইকালে শ্ৰীগরুড় মহামতি । জানি কৃষ্ণভাব—অস্তঃপুর-গতি ॥ আইলা, তাহাতে করি আরোহণ } অলক্ষিতে গেলা মন্দিরে আপন ॥ কৃষ্ণ-মেীন্ধলীলা-অপগম সব । প্রসাদাগমন জানিয়া উদ্ধব। দৈবকী-রোহিণী-আদি দেবীগণে । নানামতে তবে করিয়া চেতনে ॥ কৃষ্ণগমনাদি বৃত্তাস্ত কহিলা । ঃপুরে তার নিকটে আনিলা । বৃদ্ধ বাৰ্ত্তাহারিণীরে অন্যস্থানে। র্তারা সব করাইলেন প্রস্থানে ॥ হইবেক যে প্রসঙ্গ তথাকারে । পরম অযোগ্য বৃদ্ধ থাকিবারে । এহেতু অন্তর তীরে পাঠাইলা । ঐকষ্মিণী-আদি সকলে থাকিলা । মাতা শ্ৰীদৈবকী রোহিণী দুজনে । আশীৰ্ব্বাদ বহু করিয়া নন্দনে । তৎকালে তাহাতে থাকা নহে যোগ্য ।