পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& off খ্ৰীমদ্ভাগবত জানে হৈতে পরাভল কদাচিত যদু সব নহিব আমার প্রিয়গণে । আমার আশ্রয় পদে অশেষ সম্পদপদে বস্তুজ্ঞান নাহি ত্রিভুবনে । মনে অনুমান করি কন্দল বাঢ়ায়্যা হরি বিনাশিয়া চলে নিজ ধামে । বাশে বাশে ঘরিধণে অগ্নি যেল জলে বনে পুন অগ্নি নিভায় সেই বনে ॥ সত্যৰাদী ভগবান হরিব পৃথীর তার এই মনে করিম নিশ্চয় । ব্ৰহ্মশাপ লক্ষ্য করি কুল বিনাশিয়া হরি তবে কৈল বৈকুণ্ঠ বিজয় ॥ অখিল লাবণ্যধাম নিজমুক্তি প্ৰকটিয়া হরি লৈল ত্রিলোক লোচলে । স্মঙরিতে স্মঙরিতে চিত্ত হরিয়া সভার বৃত্ত হরি লৈল মধুর বচনে । দেখায়। চরণচিহ্ন হরিয়া লোকের কৰ্ম্ম লিল হরি চরণকমলে । শ্রবণ কীৰ্ত্তন করি এ লোক তরিব বলি যশ বিস্তারিল ক্ষিতিতলে । অখিল জগতগুরু এ লোক বুঝtএ ছলে দেখে লোক অনিত্য সংসার । ৰোগ যোগেশ্বর হরি চলিলা বৈকুণ্ঠপুরী নিজকুল করিয়া সংহার ॥ তবে রাজা জিজ্ঞাসিল । এ বড় বিস্ময় হৈল কহ গুৰু সব বিবরণ। গুৰু-দ্বিজ-সেবারত চিণ্ড বিত্ত সব যদুগণ ॥ কেনে ব্ৰহ্মশাপ ছৈল ভেদবুদ্ধি উপজিল মহাভাগবত যদুকুলে। রাজার বচন শুনি কহে শুক মহামুলি শুন রাজা কহিব তোমারে । সকল সুন্দর হরি নর কলেবর ধরি কৈল নানা বিচিত্র বিহার । করি কুল-সংহারণ নিজপদ-আরোহণ করি মনে এই যুক্তি সার। কলি-কলুষছর পুণ্যকর স্বমঙ্গল কৰ্ম্ম করি জগতে প্রচার । মুনিগণ নিয়োজিয়া প্রভালে দিল পাঠায়n কালরূপে করিতে সংলার। বিশ্বামিত্র বামদেব দুৰ্ব্বাস অঙ্গিরা তৃগু বশিঙ নারদ মুনিগণে । দানযুত কৃষ্ণগত ঈশ্বর-আদেশ ধরি পিওরিক তীর্থে রছি তপ যোগ সাথে সমাধানে ॥ কৃষ্ণের কুমারগণে ক্রীড়া করে বনে বলে তথা গিয়া হৈল্য উপলক্সে। লাম্ব জাম্ববতীস্বত তিরিবেশে বিভূষিয়া কহে কিছু বিনয় বচনে । আসন্নপ্রসবা বধু চিরদিন গর্ত ধরে সাক্ষাতে পুছিতে ৰাসে লাজ । কিবা পুত্র কস্ত হৈব আমি সব তে-কারণে পুছি এই মুনির সমাঝ । এতেক বচন শুনি ক্ৰোধ করি সব মুনি বোলে আরে মন্দমতিগণ । ভাল জিজ্ঞাসিলে তোরা লোহার মুঘল গর্ভে জনমিব কুলবিনাশন। শুনিএpা কুমারগণে ভয়ে চমকিত মনে বিচারিয়া চাহিল উদরে । লোহার মুঘল দেখি তার সে মুদিল আঁখি না জানি কি পরমাদ ফলে । মনামতি আমি সব হেন মন্দ কৰ্ম্ম কৈলু না জানি কি বলে কোন জনে। এতেক বচন বলি চলিলা মূষল লঞা দিল নিয়া সভা বিদ্যমানে ॥ মলিনবদন হই সব বিবরণ কহি এক পাশে রহে শিশুগণে । ব্ৰহ্মশাপ ব্যৰ্থ নৈব কুলের সংসার ছৈৰ চিস্তিত লাগিল পুরজনে ॥ তবে রাজা উগ্রসেনে আজ্ঞা দিল তৃত্যগণে মূষল ঘষিয়া কর ক্ষয় । ঘষি শিলার উপরে ফেলাহ সাগরজলে কিছু যেন শেষ মাহি রয় ॥ আজ্ঞা পাঞ ভৃত্যগণে সত্বরে মুঘল আনে ঘষিয়া ফেলিল সিন্ধুজলে । কিছু অবশেষ রৈল ফেলিল সাগরজলে এক মৎস্ত গিলিল সত্বরে। সমুদ্রের তীরে তীরে তরঙ্গকঙ্গোল জলে জনমিল এরকার বনে । জালে মৎস্ত বন্দী করি কাটি খণ্ড খণ্ড করি বিকি লৈল মৎস্তঘাতিগণে ॥ এক ব্যাধ লোহাথানি, মৎস্তের উদরে পাইল, তাহা দিয়া নিয়মিল শয় । কালরূপ ধরে হরি জানেন্ত সকল তত্ত্ব ভভু কিছু না কৈল ঈশ্বর ।