এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ভক্তিবিনোদ চরিত *切ー জীবন ধারণে যাহা প্রয়োজন মাত্র । তাহাই গ্রহণ কাৰ্য্য জানহ সৰ্ব্বত্র ॥ যদি ভাল চাহ ভাই দেখ তার ঘর । খুজিলে দেখিবে তাতে রহিয়াছে পর ॥ তাহা দেখি মনে মনে সাবধান হবে । অসাধুর সঙ্গ ভাই সদাই বর্জিবে ॥ বাহিরে বৈষ্ণব বেশ আখড়া মঠ ভান । দেখি তারে দূরে যাবে না করি সম্মান ॥ গৌরাঙ্গের শত্রু তারা সৰ্ব্বদা জানিবে । ছোট হরিদাস কথ। স্মরণ করিবে ॥ কৃষ্ণদাস র্কাদি বলে মুই যে পামর। সাধুসঙ্গ লভিবারে জ্বলিছে অন্তর। সাধু কৃপা ব্যতিরেকে হৃদয় দুৰ্ব্বল । সাধু মোরে দয়া কর করিয়া সবল ॥ ভকতিবিনোদ প্রভু পদে এই মাগি । সাধু বিনা অসাধুর সঙ্গে নাহি জাগি ॥ ভকতিবিনোদ পদ কৃষ্ণদাস আশা । অগতির গতি উহ, উহাই ভরসা ॥ ইতি পঞ্চম পরিচ্ছেদ সমাপ্ত । ඔු,