পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ 5ब्रिड ፰)8 সরস্বতী মহামান্য শ্রী প্রবোধীনন্দ । র্যাহার মহিমা গানে পাইল আনন্দ ॥ সেই নবদ্বীপ লীলা করি গোর রায় । লীলাপুষ্টে চতুৰ্ব্বিংশ বরষ কাটায় ৷ মথুরা মণ্ডলে কৃষ্ণ যে লীলা করিল। গৌরাঙ্গ রূপেতে আনি নবদ্বীপে দিল ॥ নিত্যলীল। সেই সব জড়বস্তু নহে । অপ্রাকৃত বলি তাহে সাধুজন কহে ॥ প্রকৃতির সাধ্য নাহি দেখিবারে তাহা । প্রাকৃত বলিয়। ভাবে মায়াবাদী যাহা ॥ সেই ভ্ৰমে মায়াবাদী কৃষ্ণ নাহি পায় । মাংস পিণ্ড জল স্থলে সৰ্ব্বদাই ধায় ৷ মায়ার অধীন কৃষ্ণ বুলিয়৷ বেড়ায়। মায়াধীশ কৃষ্ণ হন কভু নাহি গায় ॥ অপ্রাকৃত লীলা যথা অমুষ্ঠিত হয়। অপ্রাকৃত ভাবে তথা সৰ্ব্বদাই রয় ॥ প্রাকৃত নয়নে যেব দেখে সেই স্থান । অপ্রাকৃত ভাব তাহে হয় অন্তধর্ণন ॥ তাহাতে পরিবর্তন ঘন ঘন হয় । লীলাস্থল চিহ্নবিধি তাহে নাহি রয়।

চিনিতে নারে কোথা সেই স্থান । ভক্তহৃদে হয় যাহা সদ অধিষ্ঠান ॥