পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

夺创 ভক্তিবিনোদ চরিত ভক্তগণ তবে তারে দিব্য নেত্রে দেখে । জগতে জানায় তাহ লোক দেখে মুখে ॥ বৃন্দাবনে কৃষ্ণ যবে চিল্লীলা করিল। কিছুদিন পরে তার চিহ্ন লোপ হ’ল ৷ সেইরূপ মায়াপুরে গোরলীলা স্থান। অতি শীঘ্ৰ লোকনেত্ৰে হ’ল অন্তধর্ণন ॥ বিষ্ণুপ্রিয় মাতা যবে মায়াপুরে রয়। ঈশান তাহার ভূত্য র্তারে আগুলায় ॥ সে সময় মায়াপুর প্রায় জনশূন্ত । নগর নামেতে ন’দে নাহি হয় গণ্য ॥ ২ বহু জনাকীর্ণ হ'য়ে যে নগর ছিল । গৌরের ইচ্ছায় শীঘ্ৰ লোক শূন্ত হ’ল। শ্রীজীবে লইয়। যান নিতাই ঠাকুর । লীলাস্থল দেখালেন বচনে মধুর ॥ সে সকল কথা যদি জানিবারে চাও। ভকতিবিনোদ অাগে তবেত জানাও । ঠাকুর তোমার তরে লিখিয়া রেখেছে। যাহ! তিহে দিব্য চক্ষে সদাই দেখেছ। ! শ্ৰীনবদ্বীপধামের মাহাত্ম্য বিস্তারি। বর্ণিয়াছে প্রভু মোর অতি দয়া করি। পড় ভাই সেই গ্রন্থ আনন্দ উল্লাসে । জানিতে পারিবে তুমি চিল্লীলা বিলাসে ॥