পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত Ye 3 এদিকেতে শচীগৃহে অগণিত লোক । দেখিল অপূৰ্ব্ব খেলা সাক্ষাৎ গোলোক । সকলেই হরিধ্বনি সমস্বরে করে। আমার প্রভুর মনে আনন্দ না ধরে। গগণ ভরিল সেই হরিধ্বনি রবে । ব্ৰহ্মা শিব দেবগণ দেখে আসি সবে ॥ সে হাস্ত বদন যারা গৌরের দেখিল। মনুষ্য জনম তারা সার্থক করিল। ' খেতুরীর মেলা যাহা নরোত্তম করে । তদপেক্ষা বহুগুণ এই মেলা ধরে ॥ - বহুলোক সমাগম হইল মেলায় । দেশে মাঠে ঘাটে পথে লোকে দৌড়িধায় ॥ গঙ্গার সে বড় চড়া সকলি পুরিল । লক্ষ লক্ষ লোক সব জনতা করিল। আমার প্রভুর হাতে যত কিছু ভার। রাজা দিয়াছিল তারে শান্তি স্থাপিবার ॥ র্তাহার সে বড় ছাই পড়েছিল মাঠে । পুলিস প্রহরী তিহু রাখে ঘাটে ঘাটে । র্তাহার অধীন ছিল হাকিম সজ্জন । যদি কোন গোল হয় শাসিতে দুর্জন ॥ আমার প্রভুর দয়া সৰ্ব্বজীবে হয়। র্তাহার কল্যাণে কেহ কষ্ট নাই পায় ॥