পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రి ভক্তিবিনোদ চরিত লেখনী সরে না মোর ভাবি কথা সেই । অন্ধকার ক’রে প্রভু চলে গেল যেই ॥ কবে বা লইবে মোরে অধম পামরে। পদতলে রাখি সদা মোর হিততরে ॥ প্রার্থনা করি যে প্রভু এই কৃপা কর । নিজকাছে স্থান দিয়া পদতলে ধর । নিযুক্ত করিবে মোরে নিত্য সেবা দিয়া । চিদানন্দে রাখি মোরে নিজ কাছে নিয়া ॥ অবশ্য হইবে সিদ্ধ অভিলাষ মম । তব পদে স্থান পেয়ে সার্থক জনম ৷ চিন্দেহ লভিয়া আমি তব পদপ্রান্তে । সেবা কাৰ্য্যে ব্ৰতী হব জড়দেহ অস্তে ॥ এ শরীর ভঙ্গ হবে কাটি মায়াজাল । ঘুচিবে তখন মোর মায়ার জঞ্জাল ॥ সে অবস্থা হবে কবে ওহে প্রভুবর। নিকৃষ্ট অপেক্ষ আমি জঙ্গম স্থাবর ॥ তুমি না করিলে দয়া দয়া কোথ। পাই । তাই তব পদতলে মস্তক বিকাই ॥ দয়ার যে পাত্র আমি তাহা তুমি জান। অধম পামর আমি তাহা তুমি মান ॥ অধমেরে বড় দয়া করিতে যুয়ায় । তাই তব পদতলে মস্তক লুটায়।