বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ कुब्रिड़ } • রাখিতে নারিল তাহ শাস্করিকগণ । মহা দুঃখে তবে তারা করে পলায়ন ॥ তত্ত্বমুক্তাবলী তবে গ্রন্থন করিয়া । মায়াবাদে শত দোষ দিল দেখাইয়া ॥ তত্ত্বমসি আদি বাক্যে শুদ্ধ অর্থ দিয়া । চক্ষু ফুটাইল তবে অর্ণধার নাশিয়া ॥ শারিরক ভাষ্য মত মায়াবাদে পূর্ণ। অতএব হয় তাহ সম্পূর্ণ অপূর্ণ। নিজ ভাষ্য প্রচারিয়া দ্বৈতমত স্থাপি । উড়াল পতাকা মহা এ ব্রহ্মাণ্ড ব্যাপী ॥ নিম্বাদিত্য অর্করূপে তেজ পুঞ্জ ধরি । প্রকাশিল দ্বৈতাদ্বৈত বিনাশিয়া অরি । বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজ এসে । ধ্বজ উড়াইয়া স্থাপে দাক্ষিণাত্য দেশে ॥ বিষ্ণুস্বামী শুদ্ধাদ্বৈত তত্ত্ব প্রচারিল। তুষ্ট মায়াবাদ মত তখন কাটিল ॥ চারি সেনাপতি হয় ঐবিষ্ণুর অংশ। অতএব করে তারা মায়াবাদ ধ্বংশ ৷ মহা অস্ত্র তাহাদের ভাগবত হয় । বেদের সিদ্ধান্ত যাতে সৰ্ব্বদাই রয় ॥ ভাগবত গ্রন্থ আর চারি ভাগবতে । সদাই কল্যাণ করে জীব বঁাচে যাতে ॥ "