পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>\ حمیمہ یہ عینھم. یعنی x پہ.حابہ ভাগবত গ্রন্থ হয় মুকুটের মণি । বৈষ্ণবের শিরে রহে অমূল্যের খনি ॥ নিগম কল্পতরুর গলিত যে ফল । অমৃত বলিয়া জান অতি সুবিমল ৷ শুকদেব তাহা আনি অমৃত বর্ধিল । যাহ। পেয়ে জীবমাত্র আনন্দে মাতিল ॥ সেই ভাগবত হয় গ্রন্থ রসময় । শুক পায় যেই পড়ে আর আস্বাদয় ॥ রসিক ভাবুক জনে আনন্দে মাতিয়া । মুছমুহু পিয়ে তাহা গড়াগড়ি দিয় ॥ এ হেন অপূৰ্ব্ব গ্রন্থ উদিল যখন। ধরাতে ভরিল সদা কল্যাণ তখন ॥ তত্ত্বের অচিন্ত্য তত্ত্ব ভাগবত কয় । সমাধিতে ব্যাসদেবে যাহা লব্ধ হয় ৷ যে সকল কথা ছিল লোক অগোচর । তাহা সব ভাগবত বর্ণিল বিস্তর ॥ কৃষ্ণ আর কৃষ্ণদাস সুম্বন্ধ বুঝিল । সুবিধেয় প্রয়োজন সকলে জানিল ॥ কৃষ্ণ প্রাপ্তি সম্বন্ধ, ভক্তি প্রাপ্তের সাধন। অভিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন ॥ কৃষ্ণ হতে ব্ৰহ্মা যাহা জানিতে পারিল। তাহা আসি অতি যত্নে নারদে বলিঙ্গ ॥ ভক্তিবিনোদ চরিত