পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ব্ৰহ্মতেজ দেখি জ্ঞানী মনে স্থির করে। সেও বুঝি জ্ঞানযোগে ব্রহ্ম হ’তে পারে। আপনাকে ব্ৰহ্ম পদে অধিষ্ঠান করে । জীব নিত্য কৃষ্ণদাস একথা বিস্মরে ॥ মায়াবাদ স্থষ্টি করি মহাভ্রমে চলে । সোহং ব্রহ্মাস্মি আদি মহাবাক্য বলে ॥ জীব ক্ষুদ্র চিৎকণ, তাহা ভুলি যায়। আপনাকে দস্ত করি করে বৃহৎকায় ॥ এইরূপ দস্ত আসি সৰ্ব্বনাশ করে । সে কারণ মায়াবাদ তার বুদ্ধি হরে ॥ কৰ্ম্ম জ্ঞানী দুইজন রহে দূরে অতি। যেথা ভগবান থাকে সেথা নাহি গতি ॥ ইহা ছাড়া ভণ্ড ভক্ত বহুতর আছে। ভগবান না রহেন যাহাদের কাছে ॥ মুখে বলে আমি ভক্ত কাৰ্য্যে অন্তরূপ। ভিতরেতে মায়াবাদী বাহে অপরূপ ॥ তাহারা ও কৰ্ম্মী জ্ঞানী ভিন্ন কিছু নয়। রূপান্তর মাত্র ইথে জানিহ নিশ্চয় ॥ ধৰ্ম্ম সব লণ্ড ভণ্ড তাহারাই করে। ভক্তিশূন্ত ভণ্ড চিহ্ন নামান্তরে ধরে। ভক্তের যে ভগবান তাহ নাহি জানে। অবিশ্বাসে পরিপূর্ণ বাহে তারে মানে ॥