এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ভক্তিবিনোদ চরিত & a কোথায় অদ্বৈতবাদ কোথাদ্বৈত বাদ । সৰ্ব্ববাদ মিলে আসি ঘুচিয়া বিবাদ ॥ বাদাবাদ হারমান্সে যেই তত্ত্ব কাছে । সেই সে উজ্জ্বল তত্ত্ব ইহাতেত আছে ৷ বারেক যে ঢুকিয়াছে গৌর শিক্ষা তত্ত্বে অবশ্য হয়েছে মুগ্ধ তাহার মহত্ত্বে ॥ তুমি প্রভু যবে এই ধরাতে আসিলে। কত শত অজ্ঞানের চক্ষু ফুটাইলে । শিক্ষিত সমাজে তবে অাদর হইল । বিশুদ্ধ বৈষ্ণব তত্ত্ব সকলে জানিল । তোমার লিখনী স্রোত স্রোত ফিরাইল । অজ্ঞ জ্ঞানী সকলেই আনন্দে ভাসিল । জানিল বৈষ্ণব তত্ত্ব সকেবাপরি সার । নষ্ট লোক যারে করে ছিল ছারখার ॥ তুমিত ছাড়ালে সব অবৈষ্ণব মত । দেখিল সকল লোক পরিষ্কার পথ ॥ গোজামিল দেওয়া তবে বিপদ হইল । ছল ধৰ্ম্ম অপধৰ্ম্ম সব পলাইল । যার প্রতি গৌরাঙ্গের হয় কৃপোদয় । সেইত দেখিতে পায় আর মুগ্ধ হয়। ছলধৰ্ম্ম অপধৰ্ম্ম কারী সব জন । তোমার বিপক্ষ বলি হইল গণন ॥