ভক্তিবিনোদ চরিত & © AMMA AMMAAAA ত্ৰাহি ত্ৰাহি বিষ্ণু বিষ্ণু শ্ৰীমধুসূদন । বলিয়া সকল লোক করিল ক্ৰন্দন ॥ ভবরোগ জ্বালা যেই নাম নিবারয় ; তুচ্ছ দেহ রোগ তবে কি করে উপায় ॥ মানবের হুঃখে নাম হইল উদয় । সে নামেতে শ্রদ্ধা করি লোকে ত্রাণ পায় ৷ কীৰ্ত্তনীয় দল বহু গঠন হইল । খোল করতালে নাম নৰ্ত্তন করিল। বাঙ্গলার সৰ্ব্বস্থানে পল্লীতে পল্লীতে । নাম ভিন্ন অন্ত রব না পাই শুনিতে ॥ হরি হরি বলি সবে বাহু তুলি গায় ॥ আনন্দেতে নাচে আর ইতি উতি ধায় ॥ দেশ মধ্যে এই ভাব হইল যখন । ঠাকুরের মনোভাব পুরিল তখন ॥ মধুর মধুরমেতন্মঙ্গলং মঙ্গলানাং । সকলনিগমবল্পী সংফলং চিৎস্বরূপং ॥ সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা । ভৃগুবর নরমাত্ৰং ভারয়েং কৃষ্ণনাম ॥ শুদ্ধ নামে মতি তবে বহু লোক পেল । ক্রমে ক্রমে শুদ্ধ নাম প্রকাশ পাইল । স্বার্থক সে নামইট আনন্দবাজার । যাহা হ’তে শুদ্ধ নাম হইল প্রচার ॥
পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৭১
অবয়ব