পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ ግ उखिदिइनाम झबिज्र গভর্ণর মহামতি শ্ৰীউড বরণ। দেশ মধ্যে বিশৃঙ্খলা দেখিল যখন ॥ মহামারি প্রকোপেতে দেশ নষ্ট হল । উদ্ধার উপায় তবে মনন করিল। অগ্ৰেতে ভাবিয়াছিল ব্যবস্থা কঠিন । করিয়া রক্ষিবে দেশ বুদ্ধি সে প্রবীন ॥ বঙ্গের শাসন ভার র্যার হস্তে রয়। প্রাচীন সে বুদ্ধিমান সৰ্ব্বদাই হয়। কঠিন ব্যবস্থা করা শক্ত কাৰ্য্য নয়। ইহা ভাবি পুনঃ চিন্তে সেই মহাশয় ॥ প্রাচীন প্রাচীন ব্যক্তি দেশে যারা ছিল। র্তাহদের যুক্তি নিতে মনস্থ করিল। তীক্ষ্ণ বুদ্ধি সারজন জিজ্ঞাসে নির্জনে । বুদ্ধিমান কৰ্ম্মবীর দুই চারি জনে ॥ র্তাহারা যে যুক্তি দিল শুনিয়া আপনে । বিচার করিল সিদ্ধ নয় মনে মনে ॥ আমার প্রভুকে যবে সম্মুখে পাইল । মন খুলি ধীরে ধীরে তারে জিজ্ঞাসিল। কি করা কৰ্ত্তব্য হয় এহেন বিপদে । রাজ্য চলা দায় হয় এ বড় আপদে ॥ লোক সব মরি যায় পীড়িত হইয়া । মানবের শক্তি নাহি রাখিতে ধরিয়া ॥