পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূক্তিবিনোদ চরিত 8 وه সেই তত্ত্বভ্রম করি শ্রীচরণদাস। বদ্ধজীবে ভ্রমপথে লয় মায়াপাশ । তাহার গুরুর কৃপা পূর্ণ রূপে তাহে। অবশ্য বিকাশ নহে কৃষ্ণদাস কহে । আমার গুরুর পূজ্য জগন্নাথ দাস। র্তার কৃপা সেই ব্যক্তি করেছিলে আশ ॥ সিদ্ধমহাজন শিষ্য গৌরহরি দাস । শুদ্ধ ভক্তি র্যার মনে সদাই প্রকাশ । র্তার দুই শিষ্য হয় যাদব মাধব । যাদব চঞ্চল চিত্ত প্রশাস্ত মাধব ॥ নির্জনে মাধব দাস হরিনাম করি। ভজন আনন্দে যাপে কৃষ্ণকে স্মওঁরি ॥ এদিকে যাদব দাস কীৰ্ত্তন করিয়া । আনন্দে যাপেন দিন ভাবেতে থাকিয়া ॥ গুরুদত্ত নাম তবে পরিত্যাগ করে। রাধারমনচরণদাস নাম ধরে ॥ এমতে দেখিবে ভাই ভিতরের কথা । গুরু প্রতি অপরাধ তাহাতেই ব্যথা ॥ সেই অপরাধে ভাই তত্ত্বভ্রম করি । হরিনাম মহাবাক্য আপনি বিস্মরি। সংক্ষেপ করিল তারে নিজবুদ্ধি মত। অজ্ঞলোক মূখলোক যাহাতে সম্মত ॥