পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$6: ভক্তিবিনোদ চরিত মহাবাক্যে তত্ত্বভ্রম যখন হইল । ক্রমে ক্রমে বুদ্ধি লোপ তাহার পাইল ॥ কিন্তু তাতে শুদ্ধ বীজ পূৰ্ব্ব হ’তে ছিল। তাহার বলেতে সাধু সঙ্গ স্পৃহ হ’ল। নিজের বিভ্রম দেখি মোর প্রভুপদে । আসি জাপটিয়া ধরে উদ্ধারের স্বাদে । ভকতিবিনোদ প্রভু দয়াল ঠাকুর। আত্তিজনে কভু নাহি করে দূর দূর ॥ কতদিন ধরি তারে বহুশিক্ষা দিল । শিক্ষালভি চরণদাস বিভ্রম বুঝিল । ক্রমে ক্রমে শ্রদ্ধা যবে পুনঃ উপজিল । তবেত ঠাকুর তীরে কৃপা-ভক্তি দিল ॥ নীলাচলে সিন্ধুতীরে ভক্তিকুটিরেতে। শুদ্ধ ভক্তি শিখাইল আনন্দ মনেতে ॥ চরণদাসের তবে ভক্তি-চক্ষু খুলে । আপন বিভ্রম তবে আপনিত বলে । একদিন প্রভুপদে মস্তক রাখিয়া । নিজ দোষ সংশোধিতে মনন করিয়া । ভিক্ষামাগে কি করিয়া এড়াইবে ভ্ৰম । নামে স্থাপিয়াছে যাহা অসম্ভব ভ্ৰম ॥ হয়েছে দেশে প্রদেশে প্রচার সে নাম । সকল লোকেতে গায় অহোরাত্র যাম ৷