পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধম অধ্যায় । ఫ్చి 3 অহং হি সর্বব্যজ্ঞানাং ভোক্ত চ প্রভুরেব চ। ন তু মামভিজানন্তি তত্ত্বেনাতশ্চ্যবন্তি তে ॥ ২৪ ৷ আমি সৰ্ব্বযজ্ঞের ভোক্ত ও প্রভু ; কিন্তু তাহার। আমাকে যথার্থতঃ বিদিত হইতে পারে না, এই লিমিত্ত স্বর্গভ্রষ্ট হচেয়৷ থাকে ৷ ২ 8 ৷ যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্ৰতাঃ। ভূতানি যান্তি ভূতেজ্য যান্তি মদযাজিনোহপি মামু ২৫ দেবব্র তপরায়ণ ব্যক্তির দেবগণকে, পিতৃব্ৰত-নিষ্ঠ ব্যক্তিরা পিতৃগণকে ও ভূতসেবকের ভুত সকলকে এবং আমার উপাসকেরা আমাকে প্রাপ্ত হয় । ২৫ । পত্রং পুষ্পং ফলং তোয়ং যে মে ভক্ত্য প্রযচ্ছতি । তদহং ভক্ত্যুপহৃতমশ্নমি প্ৰযতাত্মনঃ ॥ ২৬ ৷ যিনি ভক্তি সহকারে আমাকে ফল পত্র পুষ্প ও তোয় প্রদান করেন, আমি সেই প্ৰযতাত্মা ব্যক্তির সেই সমুদর দ্রব্য ভক্ষণ ও পাল করিয়া থাকি । ২৬ ৷ যৎ করোষি যদশ্নাসি যজন্তুহোষি দদাসি যৎ । যত্তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষু মদপণম ॥ ২৭ ৷ হে অৰ্জ্জুন ! যাহা ভক্ষণ, যাহা হোম, যে বস্ত দান ও যে তপঃসাধন করিয়৷ থাক তৎসমুদয় আমাকে সমর্পণ করিও। ২৭ ।