পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇతిచ్చి শ্ৰীমদ্ভগবদগীতা । শুভাশুভফলৈরেবং মোক্ষ্যসে কৰ্ম্মবন্ধনৈ: । সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তে মামুপৈষ্যসি ॥ ২৮ ৷৷ তাহা হইলে কৰ্ম্মজনিত শুভাশুভ ফল হইতে বিমুক্ত হইৰে এবং কৰ্ম্মাপণ রূপ যোগযুক্ত হইয়। আমাকে লাভ করিবে । ২৮ । সমোহহং সৰ্ব্বভুতেষু ন মে দ্বেঘ্যোহস্তি ন প্রিয়ঃ । যে ভজস্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম ॥২৯ আমি সকল ভূতে একরূপ ; কেহ আমার শত্রু বা মিত্র নাই ; যাহার। ভক্তিপূর্বক আমার আরাধনা করে, তাহারা আমাতে অবস্থান করিয়া থাকে এবং আমিও সেই সকল ভক্তগণে অবস্থান করিয়া থাকি । ২৯ । অপি চেৎ মৃদুরাচারে ভজতে মামনন্যভাক । সাধুরেব স মন্তব্যঃ সম্যথ্যবসিতো হি স: ॥ ৩০ ॥ যদি জ্বরাচার ব্যক্তি ও অনন্তমনে আমার উপাসনা করে, তবে সেই সাধু ; তাহার অধ্যবসায় অতি সুন্দর। ৩০ । ক্ষিপ্ৰং ভবতি ধৰ্ম্মাত্মা শশ্বচ্ছান্তিং নিগচ্ছতি । কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্ৰণশ্যতি ॥ ৩১ ॥ সে অবিলম্বে ধৰ্ম্মপরায়ণ হইয়া নিরস্তর শাস্তি লাভ করে , হে কেীস্তেয় ! তুমি নিশ্চয় জানিও আমার ভক্ত কখন বিনষ্ট ?ं ब्tौ ।। ७३ ।।