পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ষোড়শ অধ্যায়। শ্ৰীভগবানুবাচ। অ ভয়ং সত্ত্বসংশুদ্ধিজ্ঞানযোগব্যবস্থিতিঃ । দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আৰ্জবম ॥ ১ ॥ অহিংসা সত্যমক্রোধস্ত্যাগঃ শান্তিরপৈশুনম । দয়া তুতেম্বলোলুপ্ত,ং মাৰ্দ্দবং হরচাপলম ৷ ২ ৷ তেজঃ ক্ষমা ধৃতিঃ শৌচমদ্রোহো নাতিমানিত । ভবন্তি সম্পদং দৈবীমভিজাতস্য ভারত ॥ ৩ ॥ অভয়, চিন্ত শুদ্ধি, আত্মজ্ঞান উপায়ে পরিনিষ্ঠ, দান, দম, যজ্ঞ, স্বাধ্যায়, তপ, ঋজুতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা-বৰ্জ্জন, প্রাণীর প্রতি দয়া, অলোলুপতা, মৃদুতা, স্ত্রী ( কুকৰ্ম্ম করিতে লোকলজ্জ ) আচপলতা, তেজ, ক্ষমা, ধৃতি, শৌচ, অদ্রোহ ও অনভিমানিত। হে অৰ্জ্জুন ! যাহার। দৈব সম্পদ লক্ষ্য করিয়৷ জন্মগ্রহণ করে, তাহার। উক্ত ষড় বিংশতি গুণ প্রাপ্ত হইয়। ーlfびエ 1 )-○ に দস্তে দপোহভিমানশ্চ ক্রোধঃ পারুষ্যমেব চ। অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাস্করীম ॥ ৪ ॥ হে পাৰ্থ ! যাহার। আমুর সম্পদ লক্ষ্য করিয়া জন্মগ্রহণ করে, তাহারা দম্ভ, দৰ্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞানে অভিভূত হয়। ৪ ।