বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ মেধাশয় । : ❖ጻ ‹ এইরূপ অনুষ্ঠান করিলে তিমি ত্রহ্মে অবস্থান করিতে সমর্থ হইবেন । ৫১"। ৫২ ৷ ৫৩ ৷ ব্ৰহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙক্ষতি । সমঃ সৰ্ব্বেষু ভূতেষু মস্তক্তিং লভতে পরাম ॥ ৫৪ ৷ তিনি ব্রহ্মে অবস্থিত ও প্রসন্নচিত্ত হইয়া শোক ও লোভের বশীভূত হন না, সকল প্রাণিগণের প্রতি সমদৃষ্টিসম্পন্ন হন এবং আমার প্রতিও তাহার দৃঢ় ভক্তি জন্মে। ৫৪ ৷ ভক্ত্য মামভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বত । ততো মাং তত্ত্বতে জ্ঞাত্বা বিশতে তদনন্তরম্ ॥ ৫৫ ৷ তিনি ভক্তি প্রভাবে আমার স্বরূপ ও আমার সূৰ্ব্বব্যাপিতৃ সম্যক অবগত হইয়া পরিণামে অামাতেই প্রবেশ করেন । ৫৫ ৷ সৰ্বকৰ্ম্মণ্যপি সদা কুৰ্ব্বাণে মদ্ব্যপাশ্রয়ঃ । মৎপ্রসাদাদবাপ্নেীতি শাশ্বতং পদমব্যয়ং ॥ ৫৬ ৷ লোকে আমাকে আশ্রয় করিয়া কৰ্ম্ম সমুদয় অনুষ্ঠান কবই আমারই অনুকম্পায় অব্যয় শাশ্বত পদপ্রাপ্ত হইয়া থাকে । ৫৬ ৷ চেতসা সৰ্ব্বকৰ্ম্মাণি ময়ি সংন্যস্ত মৎপরঃ । বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্ত: সততং ভব ॥ ৫৭ ৷ তুমি মনোবৃত্তি দ্বারা সমস্ত কৰ্ম্ম আমাতে সমর্পণ করিয়া মৎপরায়ণ হও এবং বুদ্ধিযোগ অবলম্বন করিয়া সতত আমাতে চিন্তু লমৰ্পণ কর । ৭ ।