পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెశి আদ্যখণ্ড লিয়া সদা ছাড়েন নিশ্বাস। কথোদিনে বৈষ্ণব দেখিতে ইচ্ছাকরি। আইলেন হাহিদাস নবদ্বীপ পুরী। হরিদাসে দেখিয়া সকল ভক্তগণ। সতে হইলেন অতি পরানন্দমন ॥ আচাৰ্য্য গোসাঞি হরিদাসেরে পাইয়া। রাখিলেন প্রাণহৈতে অ ধিক করিয়া ॥ সৰ্ব্ব বৈষ্ণবের প্রীতি হরিদাস প্রতি । হরিদাস সভারে করেন ভক্তি অতি ॥ পাষণ্ডী সকল যত দেয় বাক্য জ্বালা । অন্যোন্যে সব তাহা কহিতে লাগিলা ॥ গীতা ভাগবত লই সৰ্ব্ব ভক্তগণ । অন্যোন্যেতে বিচারে থাকেন সৰ্ব্ব ক্ষণ ॥ যেজনে পড়য়ে শুনে এসব আখ্যান । তাহারে মিলয়ে গৌরচন্দ্র ভগবান ঐচৈতন্য নিত্যানন্দ চান্দ পহুজান। বৃন্দাবন দাসতছু পদযুগে গান। ইতি অ দিখণ্ডে শ্ৰীহরিদাস মহিমা প্রসঙ্গ চতুৰ্দ্দশে ইধ্যায়ঃ । * ॥ ১s ॥ * ॥ শ্ৰীশ্ৰীগৌরচন্দ্রের গয়াভূমিতে গমন। 21&Q co জয়ই শ্ৰীগৌরসুন্দর মহেশ্বর। জয় নিত্যানন্দ প্রিয়নিত্য কলেবর ॥ জয়২ সৰ্ব্ব বৈষ্ণবের ধনপ্রাণ। কৃপাদৃষ্টে করপ্রভু সৰ্ব্বজীব ত্ৰাণ ॥ আদিখণ্ড কথা ভাই শুন সাবধানে। শ্ৰীগৌরসুন্দর গয়া চলিলা যেমনে ॥ হেনমতে নবদ্বীপে শ্ৰীবৈ কুণ্ঠনাথ। অধ্যাপক শিরোমণি জগতের তাত । চতুৰ্দ্দিগে পাষণ্ড বাড়য়ে গুরু তর। ভক্তিযোগ নাম হৈল শুনিতে দুস্কর ৷ মিথ্যারসে দেখি অতি লোকের অ৷ দর। ভক্তসব দুঃখ বড় ভাবেন অন্তর। প্রভুসে আবিষ্ট হৈয়াছেন অধ্যয়নে। ভক্তসব দুঃখ পায় দেখেন আপনে ॥ নিরবধি বৈষ্ণব সভেরে তুষ্টগণে। নিন্দ করি বুলেতাই শুনেন আপনে ॥ চিত্তে ইচ্ছা হৈল আত্ম প্রকাশ করিতে। ভাবি লেন আগে গিয়া আসি গয়াহৈতে। ইচ্ছাময় প্রগেীরসুন্দর ভগবান। গয়াভূমি দেখিতে হইল ইচ্ছা তান ॥ শাস্ত্র বিধিমত শ্রাদ্ধ কৰ্ম্মাদি করিয়া । যাত্রা করি চলিলা অনেক শিষ্য লঞ। জননীর আজ্ঞালই মহা হৰ্ষমনে। চলিলেন মহাপ্ৰভু গয়া দরশনে ॥ সৰ্ব্বদেশ গ্রাম করি পুণ্যতীর্থময়। শ্রীচরণ হৈল গয়া দেখিতে বিজয় ॥ ধৰ্ম্মকথা বাকবাক্যে পরিহাস রসে। মন্দারে আইলা প্রভু কতোক দি বসে ॥ দেখিয়া মনদারে মধুস্থদন তথায় । ভ্ৰমিলেন সকল পৰ্ব্বত স্বলীলায় ৷ এই মত কতোপথ আসিতেই । আরদিনে জ্বর প্রকাশিলেন দেহেতে ॥ প্রাকৃত লোকে র প্রায় বৈকুণ্ঠ ঈশ্বর। লোক শিক্ষা দেখাইতে ধরিলেন জ্বর। মধ্যপথে জ্বর প্রকাশিলেন ঈশ্বরে । শিষ্যগণ হইলেন চিন্তিত অন্তরে। পথে রহি করিলেন বহু প্রতিকার । তথাপি না ছাড়ে জ্বর যেন ইচ্ছ। তার। তবে প্রভু ব্যব স্থিলা ঔষধ আপনে । সৰ্ব্বদুঃখ খণ্ডে বিপ্র পাদোদক পানে। বিপ্র প৷