পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टेकउमाउांभंवउ । ○ > প্রহর নিশা নিদ্রা যাইতে না পাই। বোল২ হুহুঙ্কার শুনিয়া সদাই ॥ বলগিয়া মরয়ে যত পাষণ্ডীর গণ । আনন্দে কীৰ্ত্তন করে শ্ৰীশচীনন্দন। শুনিলে কীৰ্ত্তন মাত্র প্রভুর শরীরে। বাস্থ নাহি থাকে পড়ে পৃথিবী উপরে। হেন সে আছাড় প্রভু পড়েন নির্ভর । পৃথিবী হয়েন খণ্ড সভে পায় ডর। সে কমল শরীরে আছাড় ঘন দেখি। গোবিন্দ সঙরে আই বুঝে দুই আখি ॥ প্ৰভু সে আছাড় খায় বৈষ্ণব আবেশে । তথাপিহ আই দুঃখ পায় স্নেহবশে ॥ আ৷ ছাড়ের আই না জানেন প্রতিকার। এই বাঞ্ছা করে কাকু করিয়া অপার। রুপ করি কৃষ্ণ মোরে দেহ এইবর। ষে সময়ে অাছাড় খায়েন বিশ্বম্ভর । মুঞি যেন তাহা নাহি জানো সে সময়। হেন কৃপা কর মোরে কৃষ্ণ মহাশয় ॥ যদ্যপিহ পর নন্দে তান নাহি দুঃখ । তথাপিহ না জানিলে মোর বড় সুখ ॥ আইর চিত্তের ইচ্ছা জানি গৌরচন্দ্র । সেইমত তাহানে দিলেন পরানন্দ । যতক্ষণ প্রভু করে হরি সংকীৰ্ত্তন। আইর না থাকে বাহ মাত্র ততক্ষণ ॥ প্রভুর আনন্দ নৃত্যে নাহি অবসর। রাত্রি দিনে বেড়ি গায় সব অনুচর। কোন দিন প্রভুর মন্দিরে ভক্তগণ। সভেই গ রেন নাচে প্রশচীনন্দন । কখন ঈশ্বর ভাবে প্রভুর প্রকাশ। কখন রোদন করে বলে মুঞি দাস। চিত্ত দিয়া শুন ভাই প্রভুর বিকার। অনন্ত ব্রহ্মগুময় নাহিক যাহার। যেমতে করেন নৃত্য প্ৰভু গৌরচন্দ্র। যেমতে বা মহানন্দ গায়ে ভক্ত বৃন্দ। শ্ৰীহরিবাসরে হরি কীৰ্ত্তন বিধান। মৃত্য অরিম্ভিলা প্ৰভু জগতের প্রাণ ॥ পুণ্যবন্ত শ্ৰীবাস অঙ্গনে শুভারম্ভ। উঠিল কীৰ্ত্তন দ্বনি গোপাল গোবিন্দ ৷ উষঃ কাল হৈতে মৃত্যকরে বিশ্বম্ভর। যুদ্ধং হুৈলসব গায়ন সুন্দর। ক্রবাসপণ্ডিত লঞা এক সংপ্রদায়। মুকুন্দ লইয়া আরজন কথোগায়। লইয়া গোবিন্দদত্ত আর ক খোজন। গৌরচন্দ্র নৃত্যেসভে করেন কীৰ্ত্তন ॥ ধরিয়া বুলেন নিত্যানন্দ মহাবলী । অলক্ষিতে অদ্বৈত লয়েন পদধূলি । গদাধর অধিবত সজল নয়নে । আনন্দে বি হ্বল হৈলা প্রভুর কীৰ্ত্তনে ৷ শুনহ চল্লিশপদ প্রভুর কীৰ্ত্তন। যেবিকারে নাচে প্ৰভু জগত জীবন ॥ ভাটিয়ারি রাগঃ ৷ চৌদিগে গোবিন্দ দ্বনি শচীর নন্দন নাচে রঙ্গে । বিহ্বল হইলা সব পারিষদ সঙ্গে । হরি রাম রাম ॥ ধ্রু। যখন কান্দয়ে প্রভু প্ৰহ রেক কান্দে। লোটায় ভূমিতে কেশ তাহ নাহি বান্ধে । সে ক্রন্দন দেখিছেন কোন কাষ্ঠ আছে। নাপড়ে বিহ্বল হঞ। সে প্রভুর পাছে। যখন হাসয়ে প্রভু মহ। অ উহাস। সেই হয় প্রহরেক আনন্দ বিলাস । দাস্য ভাবে প্রভু নিজ মহিমা নাজা নে ॥ জিনিলো২ বলি উঠে ঘনে ঘনে ॥ তথাকি। জিতং জিত মিতি আত্তি হর্ষে ণ কদাচিক্তে বদতিতদনু করণং করেীতি জিতং জিত মিতি ॥*। ক্ষণেং আপ নে যে গায় উচ্চত্ননি। ব্ৰহ্মাও ভেদয়ে যেন হেনমত শুনি। ক্ষণে২ হয় অঙ্গ ব্রহ্মাণ্ডে র ভর। ধরিতে সমর্থ কেহো নহে অনুচর। ক্ষণে হয় তুলাহৈতে অত্যন্ত পাতল ।