পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>:Rు একবিংশতি অধ্যায় ॥ سهم وملاحج জয়২ নিত্যানন্দ প্রাণ বিশ্বস্তর। জয় গদাধর পতি অদ্বৈত ঈশ্বর ৷ জয় ঐনিবাস হরিদাস প্রিয়কর। জয় গঙ্গাদাস বাসুদেরের ঈশ্বর ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। হেন মতে নবদ্বীপে প্ৰভু বিশ্ব স্তর। বিহরে সংহতি নিত্যানন্দ গদাধর । এক দিন প্রভু করে নগর ভ্রমণ। চারি দিগে যত অাপ্ত ভাগবত গণ ॥ সাৰ্ব্বভৌম পিতা বিশারদ মহেশ্বর। তাছার জা জ্ঞালে গেল প্রভূবিশ্বস্তর। সেই খানে দেবানন্দ পণ্ডিতের বাস। পরম সুশান্ত বিপ্ৰ মোক্ষ অভিলাস । জ্ঞানবন্ত তপস্বী আজন্ম উদাসীন। ভাগবত পড়ান তথাপি ভক্তিহীন ॥ ভাগবতে মহা অধ্যাপক লোকে ঘোষে। মৰ্ম্ম অর্থ না জানেন ভক্তি হীন দোষে ॥ জানিবার যোগ্যতা আছয়ে শুনি তাঁন। কোন অপরাধ নাহি কৃষ্ণ সে প্রমাণ ॥ দৈবে প্ৰভু ভক্ত সঙ্গে সেই পথে যায়। যেখানে তাহার ব্যাখ্যা শুনিবারে পায় ৷ সৰ্ব্বভূত হৃদয় জানয়ে সৰ্ব্ব তত্ত্ব । নাশুনয়ে ব্যাখ্যাভক্তি যেt গের মহত্ব। কোপে বোলে প্ৰভু বেটা কি অর্থ বাখানে। ভাগবত অর্থ কোন জন্মেও না জানে ॥ এবেটারে ভাগবতে কোন অধিকার। গ্রন্থৰূপে ভাগবত কৃষ্ণ অবতার। সবে পুরুষাৰ্থ ভূক্তি ভাগবতে হয়। প্রেমৰূপ ভাগবত চারি বেদে কয় । চারি বেদ দধি ভাগবত নবনীত । মথিলেন শুকে খাইলেন পরীক্ষিত মোর প্রিয় শুকে সে জানেন ভাগবত । ভাগবতে কহে মোর তত্ত্ব অভিমত । মুঞি মোর দাস আর গ্রন্থ ভাগবতে। যার ভেদ আছে তার নীশ ভালমতে ॥ ভাগবত তত্ব প্রভু কহে ক্রোধাবেশে। শুনিয়া বৈষ্ণবগণ মহানন্দে ভাসে ৷ ভক্তি বিনু ভাগবত যে আর বাখানে। প্ৰভু বোলে সে অধমে কিছুই না জানে। নিরবধি ভক্তিহীন এবেটা বাখানে। আজি পুথি চিরি এই দেখ বিদ্যমানে । পুথি চিরি বারে প্রভু ক্রোধাবেশে যায়। সকল বৈষ্ণবগণ ধরিয়া রহয়। মহাচিন্ত ভাগ বত শৰ্ব্বশাস্ত্র রায়। ইহা না বুঝিয়ে বিদ্যা তপ প্রতিষ্ঠায়। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান। সে না জানে কভু ভাগবতের প্রমাণ ॥ ভাগৰতে অচিন্ত্য ঈশ্বর বুদ্ধি যায়। সে জানয়ে ভাগবত অর্থ ভক্তিসার ৷ সৰ্ব্ব গুণে দেবানন্দ পণ্ডিত সমান। পাইতে বিরল বড় হেন জ্ঞানবান। সে সব লোকের যথা ভাগবতে ভ্রম তাতেষে অন্যের গৰ্ব্ব তার শাস্ত যম । ভাগবত পড়াইয়া কারো বুদ্ধি নাশ। নিন্দে অবধূত চাঁদ ত্ৰিদশের সার। এইমত প্রতিদিনে প্রভূবিশ্বস্তুর ভ্রমরে নগর সর্ব সঙ্গে অনুচর। একদিন ঠাকুয় পণ্ডিত সঙ্গে করি। নগর অময়ে বিশ্বশুরগৌরহরি