পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্য ভাগবত | > १ ফেলিল সৰ্ব্বগৃহে ধান্য চালু মুদগ। ভাণ্ডের সহিত দেখে ভাঙ্গাদধি দুগ্ধ। সবে চারিমাসের বালক অাছে ঘরে । কেফেলিল হেন কেহ লখিতে না পারে ৷ সৰ্ব্ব পরিজন আসি মিলিল তথায়। মনুষ্যের চিছুমাত্র কেহো নাহি পায়। কেহে৷ বলে দানব আসিয়াছিল ঘরে । রক্ষা লাগি শিশুরে নারিল লংঘিবারে ; শিশু লংঘিবারে না পাএ ক্ৰোধ মনে। অপচয় করি পলাইল কোন খানে ॥ মিশ্র জগন্নাথ দেখি চিত্তে বড় ধনদ। দৈবে অপচয় দেখি না বলিল মন্দ ॥ দৈবে অ পচয় দেখি দুই জনে চাহে । বালক দেখিয়া কোন দুঃখ নাহি রহে ৷ এইমত প্রতিদিন করেন কৌতুক। নামকরণের কাল হইল সমুখ ॥ নীলাম্বর চক্ৰবৰ্ত্তী আদি বিদ্যাবান ॥ সৰ্ব্ব বন্ধুগণের হইল উপস্থান। মিলিলা বিস্তর আসি পতিব্ৰত৷ গণ। লক্ষীপ্রায় দীপ্তসভে সিন্দরে ভূষণ ॥ নাম থুইবার সভে করেন বিচার। স্ত্রী গণ বোলয়ে এক অন্যেবোলে আর ॥ ইহার অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্ৰ নাঞি । শে ষে যে জন্ময়ে তারনাম সে নিমঞি ॥ বোলেন বিদ্বানসব করিয়া বিচার | একনাম যোগ্য হয় খুইতে ইহার ॥ এশিশু জন্মিলে মাত্র সর্বদেশেদেশে । দুর্ভিক্ষ ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে জগত হইল সুস্থ ইহার জনমে। পূর্বে যেন পৃথিবী ধরিল নারায়ণে। অতএব ইহার নাম ঐবিশ্বম্ভর। কুলদ্বিপ কোষ্ঠীতেও লিখিল ইহার ॥ নিমাঞিয়ে বলিলেন পতিব্ৰতগণ। সেইনাম দ্বিতীয় ডাকিব সৰ্ব্বজন ॥ সৰ্ব্ব শু ভক্ষণ নামকরণ সময় । গীত৷ ভাগবত বেদ ব্রাহ্মণ পড়য় ॥ দেবগণ নরগণে এ কত্র মঙ্গল । হরিপ্পনি শঙ্খ ঘণ্ট বাজায় সকল ॥ ধান্য পুথি ক্ষড়ি স্বর্ণ রজতাদি যত ধরিতে আনিয়া সভে কৈলা উপনীত ॥ জগন্নাথ বোলে শুন বাপ বিশ্ব ম্ভর । যাহা চিত্তে লয় তাহ ধরহ সত্বর ॥ সকল ছাড়িয়া প্রভু শচীর নন্দন । ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন ॥ পতিব্ৰতাগণে জয়দেয় চারিভিত । সভেই বলেন বড় হইব পণ্ডিত । সভে বলে শিশু বড় হইব বৈষ্ণব । অপে সকল শ৷ স্ত্রের জানিব অনুভব ৷ যেদিগে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর । আনন্দে সিঞ্চিত হয় তাঁর কলেবর ॥ যে করয়ে কোলে সে এড়িতে নাহি জানে। বেদের দুল্লভ কোলে করে নারীগণে ॥ প্রভু যেই কান্দে সেইক্ষণে নারীগণ । হাথে তালিদিয়৷ করে হরি সংকীৰ্ত্তন। শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে। বিশেষ সকল নারী হরিধনি করে ॥ নিরবধি সভার বদনে হরিনাম । ছলে বোলায়েন,প্ৰভু হেন ইচ্ছা তান । তান ইচ্ছাবিনু কোন কৰ্ম্ম সিদ্ধ নহে। বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে ॥ এইমতে করাইয়া নিজ সংকীৰ্ত্তন। দিনেই বাড়ে প্রভু শ্ৰীশচী নন্দন জানু গতি চলে প্রভু পরম মুন্দর। কটিতে কিঙ্কিনীবাজে অতি মনে, হর। পরম নিৰ্ভয়ে সৰ্ব্ব অঙ্গনে বিহুরে । কি বা অগ্নি সৰ্প যাহা দেখে তাঙ্ক ধরে) এক দিন এক সৰ্প বাড়িতে বেড়ায়। ধরিলেন সর্প প্ৰভু বালক লীলায় ।