পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>@8 মধ্যমখণ্ড নিজ মনে জানে প্রভু আজি চলিবাঙ। এই লাউ ভোজন করিতে নারিলাঙ। গ্রীধরের পদার্থ কি হইব অন্যথা । এলাউ ভোজন আজি করিব সৰ্ব্বথা । এতেক চিন্তিয়া ভক্ত বাৎসল্য রাখিতে। জননীরে বলিলেন রন্ধন করিতে। হেনই সময়ে আর কোন ভাগ্যবান । দুগ্ধ ভেট আনিয়া দিলেক বিদ্যমান। হাসিয়া ঠাকুর বোলে বড় ভাল ভাল। দুগ্ধ লাউ পাক গিয়া করহ সকাল । সন্তোষে চলিলা শচী করিতে রন্ধন। হেন ভক্ত বাৎসল্য প্রশচী নন্দন। এইমতে মহানন্দে বৈকুণ্ঠ ঈশ্বর ৷ কৌতুকে আছেন রাত্রি দ্বিতীয় প্রহর । সভারে বিদায় দিয়া প্রভু বিশ্বম্ভর ভোজনে বসিলা আসি ত্ৰিদশ ঈশ্বর। ভোজন করিয়া প্রভু মুখ শুদ্ধি করি । চলিল। শয়ন ঘরে গৌরাঙ্গ শ্ৰীহরি। যোগ নিদ্রা প্রতি দৃষ্টি করিয়া ঈশ্বর । নিকটে শুইলা হরিদাস গদাধর। আই জানে আজি প্রভু করিব গমন। আইর নাহিক নিদ্রা কান্দে অনুক্ষণ ॥ দণ্ড চারি রাত্রি অাছে ঠাকুর জানিয়া। উঠিলেন চলিবার সামগ্ৰী লইয়া । গদাধর হরিদাস উঠিলেন জানি । গদাধর বলেন চলিব সঙ্গে আমি ৷ প্ৰভু বোলে আমার নাহিক কারু সঙ্গ। এক অদ্বিতীয় সে আমার সবে সঙ্গ। আই জানিলেন মাত্র প্রভুর গমন। ছয়ারে আসিয়া রছিলেন ততক্ষণ জননীরে দেখি প্ৰভু ধরি তান কর। বসিয়া কহেন প্রভু প্রবোধ উত্তর । বিস্তর করিলা তুমি আমার পালন। পড়িলাম শুনিলাম তোমার কারণ ॥ আপনার তিলাদ্ধেক নাহি কৈলে মুখ। আজন্ম আমারে ভূমি রাখিলে সম্মুখ দণ্ডে২ যত তুমি করিলা আমার । আমি কোটিকপেও নারিব শোধিবার ॥ তোমার সদগ সে তাহার প্রতিকার। আমি পুন জন্ম২ ঋণী সে তোমার । শুন মাতা ঈশ্বরের অধীন সংসার । স্বতন্ত্র হইতে শক্তি নাহিক কাহার ॥ সংযোগ বিযোগ যত করে.সেই নাথ। তান ইচ্ছা বুঝিবারে শক্তি আছে কাত। দশ দিনান্তরে বা কি এখনে আমি। চলিবাঙ কোন চিন্তা না করিহ তুমি ৷ ব্যবহার পরমার্থ যতেক তোমার । সকল আমাতে লাগে সব মোর ভার। বুকে হাত দিয়া প্ৰভু বোলে বার২ | তোমার সকল ভার অামার২ ॥ যত কিছু বলে প্রভু সব শচী শুনে। উত্তর না করে কান্দে অঝোর নয়নে । পৃথিবী স্বৰূপ হৈল শচী জগন্মাত৷ কে বুঝিব কৃষ্ণের অচিন্ত্য লীলা কথা ৷ জননীর পদধূলী লই প্রভু শিরে। প্রদক্ষিণ করি তীরে চলিলা সত্বরে। চলিলেন বৈকুণ্ঠনায়ক গৃহ হইতে। সন্যাস করিয়া সব জীব উদ্ধারিতে ॥ শুনহ আরে ভাই প্রভুর সন্যাস। যে কথা শুনিলে সৰ্ব্ব বন্ধ হয় নাশ। প্ৰভু চলিলেন মাত্র শচী জগন্মাতা। জড় হইলেন কিছু নাহি ক্ষুরে কথা ॥ ভক্ত সব ন জানেন এসব বৃত্তান্ত । উষঃকালে স্নান করি যতেক মহান্ত ॥ প্রভু নমস্করিতে আইলা প্রভু ঘরে। আসি সবে দেখে আই বাহির ছয়ারে । জড় প্রায় তাই কিছু নাফুরে উত্তর । নয়নের ধারা মাত্র বহে নিরস্তর। ক্ষণেকে