পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: ; ब्यनु९ ॐ 尊 ব্রহ্মণাদি কুকুর চণ্ডাল অন্তকরি। দণ্ডবৎ করিবেক বহুমান্য করি । এই সে বৈষ্ণব ধৰ্ম্ম সভারে প্রণতি। সেই ধৰ্ম্ম স্বজি যার ইথে নাহি রতি শিখাস্বত্র যুচাইয়া সবে এই লাভ। নমস্কার করে আসি মহা মহাভাগ। প্রথমে শুনিলে এক এই অপচয় । এবে আর শুন সৰ্ব্বনাশ বুদ্ধিক্ষয় । জীবের স্বভাব ধৰ্ম্ম ঈশ্বর ভজন। তাহ ছাড়ি আপনারে বলে নারায়ণ ॥ গর্ভবাসে যে ঈশ্বর করিলেন রক্ষা। যাহার প্রসাদে হৈল বুদ্ধি জ্ঞান শিক্ষণ ॥ যার দাস্ত লাগি শেষ অজভব রমা। পাইয়াও নিরবধি করেন কামন ॥ হযটfস্থতি প্রলয় যাহার দাসে করে। লজ্জা নাহি হেন প্রভু বলে আপনারে । নিদ্ৰা হৈলে আপনাকে ইহাও না জানে। আপনারে নারায়ণ বলে হেন জনে ॥ জগতের পিতা কৃষ্ণ সৰ্ব্ববেদে কহে। পিতার ভক্তি সে করে যে সুপুত্র হয়ে। তথাহি ঐগীতায়াং পিতাহমন্ত জগতে মাত ধাত৷ পিতামহ । * । গীতাশাস্ত্ৰে অৰ্জ্জনেরে সন্ন্যাস করণ । শুন যে কহিয়াছেন নারায়ণ ॥ তথাহি । আনশ্লিতঃ কৰ্ম্মফলং কার্যাং কৰ্ম্ম করোতিযঃ সসন্ন্যাসী চযোগীচ ননিরগ্নিৰ্ণচাক্রিয়ঃ ॥ * ॥ নিস্কাম হইয়। করে যে কৃষ্ণ ভজন। তাহারে সে বলি যোগী সন্ন্যাস লক্ষণ ॥ বিষ্ণুক্রিয়া না করিলে পরান্ন খাইলে। কিছু নহে সাক্ষাতেই এই বেদে বলে। তথাহি তদন স্বরং কৰ্ম্ম লক্ষণং । তৎকৰ্ম্ম হরিতোষং যৎ সাবিদ্যাতন্মতির্যয় । হরিদেহ ভূত। মাত্মাস্বয়ংচ প্রভুরীশ্বর। তাচারে সে বলি কৰ্ম্ম ধৰ্ম্ম সদাচার । ঈশ্বরে সে প্রীত জন্মে সম্মত সভার n তাহারে সে বলি বিদ্যামন্ত্র অধ্যায়ন ৷ কৃষ্ণ পাদপদ্মে যে করয়ে স্থির মন ॥ সভার জীবন কৃষ্ণ জনক সভার। হেন কৃষ্ণ যেন ভজে সৰ্ব্ব ব্যর্থ তার। যদি বল শঙ্করের মত সেহ নহে। তার অভিপ্রায় দাস্য তারি মুখে কহে ॥ তথাহি স্কশরাচার্য্য বাক্যং ॥ যদ্যপি ভেদাপগমে নাথ তবাহং নমাম কীন স্তুং । সামুদ্রোহিতরঙ্গঃ স্কচন সমুদ্রোনতারঙ্গ । অর্থ ॥ যদ্যপিও জগতে ঈশ্বরে ভেদ নাঞি । সর্বময় পরিপূর্ণ আছে সৰ্ব্ব ঠাfএ ॥ তভো তোমা হৈতে সে হই য়াছি আমি। অামা হৈতে নাহি কভে হইয়াছ তুমি ৷ যেন সমুদ্রের তরঙ্গ লোকে বলে। তরঙ্গের সমুদ্র না হয় কোনকালে। অতএব জগত তোমার তুমিলপত ইহ লোকে পরলোকে তুমি সে রক্ষিতা । যাহা হৈতে হয় জন্ম যে করে পালন তারে যেন ভজে রজ্য হয় সেই জন ৷ এই শঙ্করের বাক্য এই অভিপ্রায় । ইহ। না জানিয়া মাতা কি কায্যে মুড়ায় ৷ সন্ন্যাসী হইয়া নিরবধি নারায়ণ। বলিবেক প্রেমভক্তি যোগে অনুক্ষণ ॥ না বুঝি শঙ্করাচার্ষোর অভিপ্রায়। ভক্তি ছাড়ি ম:থ মুড়াইয়া দুঃখ পায়। অতএব তোমারে সে কহি এই আমি। হেন পথে প্রবিষ্ট হুইলা কেনে তুমি ৷ যদি কৃষ্ণ ভক্তিযোগে করিব উদ্ধার। তবে শিখ স্বত্রতাগে কোন লভ্য তার ॥ যদি বল মাধবেন্দ্র আদি মহাভাগ । তাহারাও শিখাপ্পুত্র করি