পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ৬৯ শরীরে ॥ হেনমত গদাধর দাসের মহিমা । চৈতন্য পার্ষদ মধ্যে যাঁহার গণন ॥ সে কাজির বাতাস নালয় সাধুজনে । পাইলেই জাতি মাত্র লয় সেইক্ষণে ॥ হেন কাজি দুৰ্ব্বার দেখিলে জাতি লয়। হেন জনে কৃপাদৃষ্টি কৈলা মহাশয়। হেনজন পাসরিল সব হিংসা ধৰ্ম্ম । ইহারে সে বলি কৃষ্ণ আবেশের কৰ্ম্ম ॥ সত্য কৃষ্ণ ভাব হয় যাহার শরীরে। অগ্নি সৰ্প ব্যান্ত্রেও লংঘিতে নাহি পারে। ব্ৰহ্মাদির অভিষ্ট যে সব কৃষ্ণভাব । গোপীগণে ব্যক্ত যে সকল অনুরাগ ॥ ইঙ্গীতে সেসব ভাব নিতাননী রায় । দিলেন সকল প্রিয়গণেরে কৃপায় ৷ ভজ ভাই হেন নিত্যানন্দের চরণ । যাহার প্রসাদে পাই চৈতন্য শরণ । তবে নিতানন্দ মহা প্রভু কথোদিনে। শচী আই দেখিবারে ইচ্ছা হৈল মনে ॥ শুভযাত্রা করিলেন নবদ্বীপ প্রতি। পারিষদ গণ সভে আইলা সংহতি ॥ তবে আইলেন প্রভু খড়দহ গ্রামে। পুরন্দর পণ্ডিতের দেবালয় স্থানে ॥ খড়দহ গ্রামে প্রভু নিত্যানন্দ রায় । যত নৃত্য করিলেন কহনে না যায়। পুরন্দর পণ্ডিতের পরম উন্মাদ। বৃক্ষের উপরে চড়ি করে সিংহনাদ যাহা নাহি শ্রীচৈতন্য দাসের শরীরে। ব্যাত্র তাড়াইয়া যায় বনের ভিতরে ॥ কভু লম্ফদিয়৷ উঠে ব্যাভ্রের উপরে। কৃষ্ণের প্রসাদে ব্যাত্ৰ লঙ্ঘিতে ন পারে । মহা অজগর সর্প লই নিজ কোলে। নিৰ্ভয়ে চৈতন্য দাস থাকে কুতুহলে। ব্যাভ্রের সহিত খেল খেলেন নির্ভয়ে । হেন কৃপা করে অবধূত মহাশয়ে ॥ সেবক বৎ সল প্রভু নিত্যানন্দ রায় ব্ৰহ্মার দুর্লভ রস ইঙ্গীতে ভুঞ্জায় । চৈতন্য দাসের আত্ম বিস্মৃতি সৰ্ব্বথা । নিরস্তর কহেন আনন্দ মনঃকথা। দুই তিন দিন ডুবি জলের ভিতরে । থাকেন কোথাও দুঃখ না হয় শরীরে ॥ জড় প্রায় অলক্ষিতে বেশ ব্যবহার। পরম উদাম সিংহ বিক্রম অপার ॥ চৈতন্য দাসের যত ভক্তির বিকার । কত বা কহিতে পারি সকল অপার ॥ যোগ্য শ্রীচৈতন্য দাস মুরারি পণ্ডিত। যার বাতাসেও কৃষ্ণ পাইয়া নিশ্চিত। অদ্বৈতের প্রাণনাথ শ্রীকৃষ্ণ চৈ তন্য । যার ভক্তি প্রসাদে অদ্বৈত সত্য ধন্য ৷ জয় খড়া তাদ্বৈতের যে চৈতন্য ভক্তি । যাহার প্রসাদে অদ্বৈতের সৰ্ব্বশক্তি ৷ সাধু লোক অদ্বৈতের এমহিম। ঘোষে। কেহ ইহা অদ্বৈতের নিন্দ হেন বাসে ॥ সেওছরে বোলায় চৈতন্য দাস নাম ] সেবা কেনে জানিবে অদ্বৈত গুণগ্রাম । কথো দিন থাকি নিত্যনিন্দ খড়দহে । সপ্তগ্রাম আইলেন সৰ্ব্বগণ সহে ৷ সেই সপ্তগ্রামে আছে সপ্ত ঋষি স্থান। জগত বিদিত সে ত্রিবেণী ঘাটগ্রাম । সেই গঙ্গ। ঘাটে পূৰ্ব্ব সপ্ত ঋষিগণ তপ করি পাইলেন গোবিন্দ চরণ । তিন দেবী সেই স্থানে একত্র মিলন । জঙ্কুিবী যমুনা সরস্বতীর সঙ্গম। প্রসিদ্ধ ত্রিবেণী ঘাট সকল ভুবনে। সর্ব পাপ ক্ষয় হয় যাহার দর্শনে নিতানন্দ মহাপ্ৰভু পরম আনন্দে। সেই ঘাটে স্নান করিলেন BBBBBS BBBB BB BBBB BBBS BBB BBS SB BBB