পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । >०१ নিরবধি নিকটে থাকেন দুই জন। প্রভুর সন্ন্যাসে করে দণ্ডের গ্রহণ। পুরী ধ্যান পর দামোদরের কীৰ্ত্তন। ন্যাসী দেহে ন্যাসীৰূপে বাহু দুই জন ॥ অহন্নিশ গৌরচন্দ্র সংকীৰ্ত্তন রঙ্গে। বিহরেণ দামোদর স্বৰূপের সঙ্গে ॥ কি শয়নে কি ভোজনে কিবা পর্য্যোটনে। দামোদর প্রভু না ছাড়েন কোনক্ষণে ॥ পূর্বাশ্রমে পুরু ষোত্তমাচাৰ্য্য নাম তান। প্রিয় সখী পুণ্ডরীক বিদ্যানিধি নাম চলিতেও প্রভু দামোদর গানে। নাচেন বিহ্বল হঞা পথ নাহি জনে ॥ একে দামোদর স্বৰূপ সংহতি। প্ৰভু সে আনন্দে পড়েন না জানেন কতি ॥ কিবা জল কিবা স্থল কিবা বন ডাল। কিছু না জানেন প্রভু গজ্জেন বিশাল ॥ এক স্বৰূপ দামোদর কীৰ্ত্তন করেন। প্রভুরেও বনে ডালে পড়িতে ধরেণ । দামোদর স্বৰূপের ভাগ্যের যে সীমা। দামোদর স্বৰূপ সে তাহার উপমা ॥ এক দিন মহাপ্রভু আবিষ্ট হইয়। পড়িলা কুপের মাঝে আছাড় খাইয় । দেখিয়া অদ্বৈত আদি সম্ভম পাইয়। ক্ৰন্দন করেন সভে শিরে হাত দিয়া ৷ কিছু না জানেন প্ৰভু প্রেম ভক্তিরসে। বাল কের প্রায় ষেন কুপে পড়িভাসে। সেইক্ষণে কুপ হৈলা নবনীতময়। প্রভুর ঐঅঙ্গ কিছু ক্ষত নাহি হয়। একোন অস্তুত যার ভক্তির প্রভাবে । বৈষ্ণব নাচিতে অঙ্গে কণ্টক না লাগে। তবে অদ্বৈতাদি মিলি সৰ্ব্ব ভক্তগণে । তুলিলেন প্রভুরে ধরিয়া সেইক্ষণে ॥ পড়িল কুপেতে প্ৰভু তাহ নাহি জানে। কি বোল কি কথা প্ৰভু জিজ্ঞাসে আপনে ॥ শ্ৰীমুখের শুনি অতি অমৃত বচন । আনন্দে ভাসয়ে অদ্বৈতাদি ভক্তগণ ॥ এইমত ভক্তিরসে ঈশ্বর বিহরে। বিদ্যানিধি আইলেন জানিয়া অন্তরে ॥ চিত্তে মাত্র করিতে ঈশ্বর সেইক্ষণে। বিদ্যানিধি আসিয়া দিলেন দরশনে ॥ বিদ্যা নিধি দেখি প্রভু হাসিতে লাগিল। আইলা আইলা বাপ বলিতে লাগিল ॥ প্রেম নিধি প্রেমে হৈলা আনন্দে বিহবল ৷ পূৰ্ণ হৈল হৃদয়ের সকল মঙ্গল ৷ শ্ৰীভক্তবৎ সল গৌরচন্দ্র নারায়ণ । প্রেমনিধি বক্ষে করি করেন ক্রন্দন ॥ সকল বৈষ্ণব বৃন্দ কান্দে চারিতিতে । বৈকুণ্ঠ স্বৰূপ সুখ মিলন সভাতে ॥ ঈশ্বর সহিতে যত আছে ভক্তগণ । প্রেমনিধি প্রতি প্রেম বাড়ে অনুক্ষণ ॥ দামোদর স্বৰূপ তাহার পূর্ব সখা । চৈতন্যের অগ্ৰে দুই জনে হৈল দেখা ৷ দুই জনে চাহেন দুহার পদধূলী। দুহে ধরাধরি ঠেলা ঠেলি পেলাপেলি ॥ কেহ কারে নাহি পারেন দুই মই ঘলী। করায়েন হাসায়েন গৌরঙ্কুতুহলী। তবে বাহ পাই প্রভু বিদ্যানিধি প্রতি। কহে নীলাচলে কথোদিন করে স্থিতি ॥ শুনি প্রেমনিধি মহা সন্তোষ হইলা । ভাগ্য হেন মানি প্রভু নিকটে রহিল। গদাধর দেব ইষ্টমন্ত্র পুনৰ্ব্বার। প্রেমানধি স্থানেতে কৈলেন স্বীকার । আর কি কহিব প্রেমনিধির মহিমা । যার শিয্য গদ। ধর এই প্রেম সীমা । যার কীৰ্ত্তি বাখানে অদ্বৈত শ্ৰীনিবাস । যার কীৰ্ত্তি বলেন মুরারি হরিদাস হেন নাহি বৈঞ্চন যে তাহানে বখানে । পুণ্ডরীক সৰ্ব্বভক্ত