পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९ अांमj शृं७ কহিলেন প্রগের সুন্দর। আইর সেবন নিত্য করিব নিরন্তর। তবে কতে দিনে অপ্তিবর্গ শিষ্য লৈয়। চলিলেন বঙ্গদেশে হরষিত হৈয় ৷ যেষে জন দে খে প্ৰভু চলিয়া যাইতে। সেই আর দৃষ্টি নাহি পারে ফিরাইতে ॥ স্ত্রীলোকে দেখিয়া বলে হেন পুত্র যার । ধন্য তার জন্ম তার পায়ে নমস্কার ॥ যেবা ভাগ্য বর্তী হেন পাইলেন পর্তী। স্ত্রীজন্ম সার্থক করিলেন সেই সতী ॥ এইমত পথে যত দেখে স্ত্রী পুরুষে। পুনঃপুন সভে ব্যাখ্যা করেন সন্তোষে। বেদেও করেন কাম্য যে প্রভু দেখিতে। যে তেজ নহেন প্ৰভু দেখে কৃপা হইতে ॥ হেনমতে ঐগেীর সুন্দর ধিরে ধিরে। কতদিনে আইলেন পদ্মাবতী তীরে ॥ পদ্মাবতী নদীর তরঙ্গ শোভা অতি। উত্তম পুলিন যেন উপবন তথি । দেখি পদ্মাবতী প্রভু মহা কুতূহলে। গণসহ স্নান করিলেন সেই জলে ৷ ভাগ্যবতী পদ্মাবতী সেই দিন হৈতে। যোগ্য হৈলা সৰ্ব্ব লোক পবিত্র করিতে ॥ পদ্মাবতী নদীবড় দেখিতে সুন্দর। তরঙ্গ পুলিন শ্রোত অতি মনোহর ॥ পদ্মাবতী দেখি প্ৰভু পরম হরিযে। সেই স্থানে রছিলেন তার ভাগ্য বসে ৷ যেন ক্রীড়া করিলেন জাহ্নবীর জলে। শিষ্যগণ সহিত পরম কুতূহলে। সেই ভাগ্য এবে পাইলেন পদ্মাবতী। প্রতিদিন প্ৰভু জল ক্রীড়া করে তথি। বঙ্গদেশে মহাপ্রভু করিল। প্রবেশ । অদ্যাপিও সেই ভাগ্য ধন্য বঙ্গদেশ ॥ পদ্মাবতী তীরে রহিলেন গেী রচন্দ্র । শুনি সৰ্ব্বলোক বড় হইল আনন্দ ॥ নিমঞি পণ্ডিত অধ্যাপক শিরো মণি । আসিয়া আছেন সৰ্ব্বদিগে হইল স্বনি ৷ ভাগ্যবন্ত যত আছে সকল ব্রাহ্ম ৭। উপায়ণ হস্তে আইসেন বহু জন ॥ সভে হাসি প্রভুরে করিয়া নমস্কার। বলিতে লাগিলা অতি করি পরিহার। আমির সভার অতি ভাগ্যোদয় হৈতে। তোমার বিজয় আসি হৈল এদেশেতে। অর্থ বৃত্তি লই সৰ্ব্ব গোষ্ঠীর সহিতে । যার স্থানে নবদ্বীপে যাইব পড়িতে ॥ হেন নিধি অনায়াসে আপনে ঈশ্বরে। অ! নিয়া দিলেন আমাসভার গোচরে । মুৰ্ত্তিমন্ত তুমি বৃহস্পতি অবতার। তোমার সদৃশ অধ্যাপক নাহি আর ॥ বৃহস্পতি দৃষ্টান্ত তোরার যোগ্য নহে। ঈশ্বরের অংশ তুমি হেন মনেলয়ে ৷ অন্যথা ঈশ্বর বিনে এমত পাণ্ডিত্য। অন্যের না হয় কতু লয়ে চিত্ত বিত্ত ॥ সবে এক নিবেদন করিয়ে তোমারে। বিদ্যাদান কর কি ছু আমা সভাকারে । উদ্দেশে আমরা সব তোমার টিল্পনি। লইপড়ি পড়াই শু নহ, দ্বিজমণি ॥ সাক্ষাতেহো শিষ্যকর অামা সভাকারে । থাকুক তোমার কীৰ্ত্তি সকল সংসারে । হাসিপ্রভু সভাপ্রতি করিয়া আশ্বাস। কতোদিন বঙ্গদেশে ক রিলা বিলাস ॥ সেইভাগ্যে অদ্যাপিও সৰ্ব্ব বঙ্গদেশে। শ্রীচৈতন্য সংকীৰ্ত্তন করে স্ত্রী পুরুষে ॥ মধ্যে২ মাত্র কত পাপীগণ গিয়া । লোক নষ্টকরে আপনারে লওয়া ইয়৷ উদর ভরণ লাগি পাপীষ্ঠ সকলে। রঘুনাথ করি আপনারে কেহে৷